কোচবিহার জেলা জুড়েই রাজনৈতিক উত্তেজনা অব্যাহত আছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি জেলায় থানায় চত্বরে বিক্ষোভ, সংঘর্ষে এবং ছুরিকাহত হওয়ার ঘটনা ঘটেছে।
এদিন সকালে সন্ত্রাসের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের গোলমালে উত্তেজনা ছড়ায় কোচবিহার থানা চত্বরে। দুই পক্ষের সমর্থকরা প্রায় একই সময়ে হাজির হন থানা চত্বরে স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকেন। দুই পক্ষকে দুই দিকে সরিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে টাকাগছ রাজারহাট এলাকায় তৃণমূলের নির্বাচনী মিছিলে হামলা চালায় কংগ্রেস। ওই ঘটনায় একজন জখম হন। এক কংগ্রেস কর্মীর নামে অভিযোগ হলেও পুলিশ তাঁকে ধরেনি। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কুমার রাজীব নারায়ণ বলেন, “আমরা থানায় গেলে দেখি অভিযুক্ত থানায় বসে রয়েছে। তাকে গ্রেফতারের স্লোগান দিতেই পাল্টা বিক্ষোভের নামে থানায় গোলমাল পাকানোর চেষ্টা করা হয়।” |
জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমার লোকজনের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এমনই একটি মিথ্যা মামলায় থানায় আত্মসমর্পণ করতে গিয়েছিলেন এক কংগ্রেস কর্মী। তৃণমূলের লোকজন ওকে মারধর করে। থানা চত্বরে আমরা এর প্রতিবাদ জানিয়েছি।” দুপুরে একই ভাবে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন জখম হন। দিনহাটা থানার নিউ গীতালদহ এলাকায় ঘটনাটি ঘটেছে। তাঁদের মধ্যে কংগ্রেসের ১ সমর্থককে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পঞ্চায়েতের প্রচারকে ঘিরে দুই পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেসের দাবি, ধৃতদের মধ্যে সিতাই বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আসরাফুল জামান হক ছাড়াও অন্য এক সমর্থক রয়েছেন। দিনহাটা মহকুমা যুব কংগ্রেস সভাপতি মাসুদ হাসান বলেন, “তৃণমূলের লোকজন আমাদের এক কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেয়। সেখান থেকে গোলমাল শুরু হয়। আমাদের ২ কর্মী জখম হন। দুই জনকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা বলে পরে গ্রেফতার করে। নির্বাচন কমিশনে সব জানানো হচ্ছে।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। আমাদের ৮ জন জখম হন।”
এর পরে সন্ধ্যায় তৃণমূলের এক মহিলা সমর্থককে ছুরিকাহত করার অভিযোগ উঠেছে ফরওয়ার্ড ব্লক কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। দিনহাটা থানার মাতালহাটে ঘটনাটি ঘটেছে। দিনহাটা মহকুমা হাসপাতালে মহিলার চিকিৎসা চলছে। মহিলার নাম পূর্ণিমা বর্মন। দলের দিনহাটা মহকুমার নেতা অসীম নন্দী জানান, দলের প্রচার চালানোর সময় ফরওয়ার্ড ব্লক আশ্রিতেরা তাঁর উপর হামলা চালায়। পিঠে দুইবার আঘাত করা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের দিনহাটা জোনাল সম্পাদকমণ্ডলীর সদস্য বিশু ধর বলেন, “পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। দলের কেউ ঘটনায় জড়িত নয়।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সয়াল এ দিন বলেন, “কোতোয়ালি থানার ঘটনায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত হচ্ছে। গীতালদহের ঘটনাটিতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।” |