স্নাতক পরীক্ষা পিছিয়ে
অগস্টে, ভর্তি শুরু কাল
বারবার দু’বার! পঞ্চায়েত ভোটের জন্য স্নাতক স্তরের পরীক্ষা ফের পিছিয়ে দিতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। দু’দফায় পিছোনোর ফলে ওই পরীক্ষা শুরু হচ্ছে প্রায় দেড় মাস দেরিতে। ওই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে ভর্তির প্রক্রিয়া ন’দিন এগিয়ে এসেছে। তা শুরু হয়ে যাচ্ছে কাল, শুক্রবারেই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বুধবার জানান, পরিবর্তিত সূচি অনুযায়ী বিএ, বিএসসি পার্ট টু জেনারেল পরীক্ষা শুরু হবে ১ অগস্ট। বিএ, বিএসসি পার্ট ওয়ান অনার্স এবং বিএ, বিএসসি, বিকম পার্ট ওয়ান মেজর পরীক্ষা ২২ অগস্ট আর বিএ, বিএসসি পার্ট ওয়ান জেনারেল ২৯ অগস্ট শুরু হবে। পঞ্চায়েত নির্বাচনের জেরে পরীক্ষা এবং কলেজে ভর্তির দিন বদলে এই নতুন নির্ঘণ্ট তৈরি করা হয়েছে। পরীক্ষার সবিস্তার সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এ পাওয়া যাবে। উপাচার্য জানান, কোনও কলেজ চাইলে পরীক্ষার আগেই পরবর্তী পর্যায়ের পাঠ শুরু করে দিতে পারে।
বিশ্ববিদ্যালয়ের পার্ট টু জেনারেল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৮ জুন। কিন্তু তার পরে ঘোষণা করা হয়, ২ জুলাই পঞ্চায়েতের প্রথম দফার ভোট হবে। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের জন্য বিভিন্ন কলেজ পুলিশের এক্তিয়ারে চলে যাওয়ায় সূচি বদলে ১৮ জুলাই পরীক্ষা শুরু করার কথা জানায় বিশ্ববিদ্যালয়। তার পরে ভোট নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। এবং নির্বাচন পিছিয়ে যাওয়ায় ফের পিছিয়ে গেল পরীক্ষাও। সুরঞ্জনবাবু এ দিন বলেন, “নির্বাচনের জন্য পরীক্ষা আগেও পিছিয়েছে। তবে এ ভাবে দু’দফায় পিছিয়ে যাওয়ার ঘটনা বিরল।” পরিবর্তিত ব্যবস্থায় পার্ট ওয়ান পরীক্ষা অগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ায় তা শেষ হতে সেপ্টেম্বর হয়ে যাবে। পরীক্ষাগুলির ফল কবে বেরোবে, বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ তা নিশ্চিত ভাবে জানাতে পারছেন না।
উপাচার্য জানান, সাধারণ ভাবে জুনে পার্ট টু পরীক্ষা হয়ে যাওয়ার পরে তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয় জুলাইয়ে। তৃতীয় বর্ষের পড়াশোনার জন্য মাস ছয়েক সময় মেলে। এ বার পরীক্ষাই পিছিয়ে গিয়েছে দেড় মাস। ফলে ক্লাসের সময়ও কমে যাচ্ছে। কারণ, পার্ট থ্রি পরীক্ষা পিছোনোর উপায় নেই বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষা হবে নির্ধারিত সময়ে অর্থাৎ এপ্রিলেই। রাজ্যের নিয়মে এই পরীক্ষার ফল জুনে প্রকাশ করার কথা। এই অবস্থায় তৃতীয় বর্ষে পঠনপাঠনের জন্য বড়জোর চার মাস সময় মিলবে বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
দক্ষিণ ২৪ পরগনার একটি কলেজের অধ্যক্ষ এ দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়মে পরীক্ষার পরেই ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু হাতে গোনা ছাত্রছাত্রী পরীক্ষার পরে ক্লাসে আসে। বেশির ভাগই ফল না-বেরোলে ভর্তি হতে, ক্লাস শুরু করতে চায় না।” তিনি জানান, টেনেটুনে ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে। জানুয়ারির গোড়া থেকে পার্ট থ্রি-র নির্বাচনী পরীক্ষা, প্র্যাক্টিক্যাল ইত্যাদি শুরু হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ অবশ্য বারবার জানিয়েছেন, পার্ট টু পরীক্ষার্থীদের (যাঁরা তৃতীয় বর্ষে উঠবেন) ক্লাসের সংখ্যা কমে গেলে পঠনপাঠন প্রভাবিত হবে। তাই জুলাই মাসটাকে কাজে লাগানোর জন্য কোনও কলেজ যদি ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলে পরের বছরের ক্লাস শুরু করে দিতে চায়, তাতে তাঁদের আপত্তি নেই। সুরঞ্জনবাবু বলেন, “অনেক কলেজ ইতিমধ্যে জানিয়েছে, তারা ক্লাস শুরু করে দিতে চায়। সেই সব কলেজকে সাধুবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষে পরীক্ষার আগে ক্লাস শুরু করার জন্য নির্দেশিকা জারি করা সম্ভব নয়। তবে যে-সব কলেজ নিজেদের উদ্যোগে তা করতে চাইবে, তাদের সম্মতি জানানো হবে।” ওই সব ক্লাসের জন্য অবশ্য ছাত্রছাত্রীদের হাজিরা (অ্যাটেন্ড্যান্স) নথিভুক্ত করা যাবে না। উপাচার্য জানান, পুজোর ছুটি কমিয়ে যাতে ক্লাস নেওয়া হয়, কলেজগুলিকে সেই অনুরোধও জানানো হবে।
পরীক্ষা পিছোলেও স্নাতকে ভর্তির দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। আগেকার নির্বাচনী নির্ঘণ্টের জেরে ১৫ জুলাই প্রথম বর্ষে ছাত্র ভর্তি শুরু করার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু পরিবর্তিত সূচিতে তা সম্ভব নয়। উপাচার্য এ দিন বলেন, “৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রথম দফায় ছাত্র ভর্তি করার কথা বলা হচ্ছে কলেজগুলিকে। নির্বাচন পর্ব মিটে গেলে ২৬ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত তা চলবে।”
এই সূচিও বদলাতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। কারণ, ২৫ জুলাই ভোট শেষ হলেও ফল বেরোবে ২৯ জুলাই। যে-সব কলেজে ভোটগণনা হবে, সেখানে ২৬ জুলাই ভর্তি শুরু করা সম্ভব নয়। কোনও আসনে যদি ফের ভোট নিতে হয়, তা হলেও ভর্তির তারিখ হেরফের হতে পারে বলে বিশ্ববিদ্যালয়ের আশঙ্কা। যদিও যথাসম্ভব কম কলেজকে গণনা কেন্দ্র করার আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য।
ভর্তি মিটে গেলেও পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষার জন্য প্রথম বর্ষের ক্লাস সেপ্টেম্বরের আগে শুরু করা যাবে না বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.