পুর চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় পুরসভার সমস্ত অনুষ্ঠান বয়কটের হুমকি দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রায়গঞ্জের জেলা দফতরে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার ওই হুমকি দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। তিনি বলেন, “মোহিতবাবু কাউন্সিলরদের ডেকে মুখ্যমন্ত্রীর নামে সমালোচনা করে কার্যত অপমান করেছেন। তাঁরা সরকারি অনুষ্ঠানে রাজনীতি চান না বলেই ওই অনুষ্ঠান বয়কট করেননি। এর পর আমাদের কাউন্সিলকেরা পুর অনুষ্ঠানে যোগ দেবেন না।” তবে বাসিন্দাদের স্বার্থে উন্নয়নমূলক কাজে তাঁরা সহযোগিতা করবেন বলে তিনি জানান। তাঁর অভিযোগ, ৫টি ওয়ার্ডে কংগ্রেস পরিচালিত পুরসভা উন্নয়নের কাজ করছে না। রাস্তা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। ওয়ার্ডগুলির অবস্থা ভিডিও করে পুর দফতরে জমা দেব। চেয়ারম্যান মোহিতবাবু এদিন বলেন, “তৃণমূল কাউন্সিলরেরা অনুষ্ঠানে না এলে কিছু করার নেই। উন্নয়ন নিয়ে তৃণমূল কী করে তা হাসপাতাল তৈরির বিষয়েই পরিস্কার হয়েছে।”
|
উপাচার্যের ঘরের সামনে ঘণ্টা দু’য়েক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখান। মাস দু’য়েক পর মঙ্গলবার কাজে যোগ দেন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস। ছাত্রছাত্রীদের ক্ষোভ, “এই উপাচার্যকে না সরানো পর্যন্ত বিক্ষোভ আন্দোলন চলবে।” |