জমির বিবাদে সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে এক জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ভেরোস্থানের আমবাড়ি এলাকাতে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মহম্মদ সুলতান (৫০)। বাড়ি ওই এলাকা। সিপিএমের দাবি, তিনি তাদের সমর্থক। তাঁর মাথায় আঘাত লাগায় তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
একটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপরে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষ গুলিও চালিয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে একজনের মৃত্যু ছাড়া ৪ মহিলাসহ দু’পক্ষের ১২ জন আহত হন। জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। এসডিপিও সুবিমল পাল বলেন, “গুলি চালানোর অভিযোগ উঠলেও তার চিহ্ন পাওয়া যায়নি। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
কংগ্রেসের সমর্থক ইজরাইলের পরিবারের লোকেদের অভিযোগ, এ দিন ওই এলাকার বাসিন্দা মহম্মদ কিতাবউদ্দিনের লোক জন তাঁদের জমি দখল করার চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁদের আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সিপিএম সমর্থক বলে পরিচিত কিতাবউদ্দিনের দাবি, “নিজেদের জমিতে চাষ করতে গেলে আমাদের উপর হামলা হয়। সিপিএম করায় কংগ্রেসের সমর্থকেরা আমাদের জমি দখল করে।” স্থানীয় বিধায়ক তথা কংগ্রেস নেতা গোলাম রব্বানি বলেন, “জমি সংক্রান্ত বিবাদে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনীতি কোথায়? এলাকায় আমাদের সমর্থক বেশি। আমাদের সমর্থকেরা গুলি চালিয়ে ভাবমূর্তি নষ্ট করতে যাবে কেন?” সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুবীর বিশ্বাসের অভিযোগ, “কংগ্রেসের লোকজনেরা জমি দখল করতে গিয়েছিল। আমাদের সমর্থকের জমি হওয়ায় বাধা দিতে গেলে মারধর করে। এক সমর্থক মারা যান।
|