পিছোচ্ছে স্নাতক পরীক্ষা,
এগোতে পারে ভর্তির দিন
ঞ্চায়েত ভোট নিয়ে টানাপোড়েন আপাতত শেষ হলেও স্নাতক স্তরের পরীক্ষা আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ভর্তি নিয়ে টালবাহানা চলছেই। আগেই এক দফা পরীক্ষা পিছিয়েছিল। আবার যে পিছোচ্ছে, তা প্রায় নিশ্চিত। সমস্যা ভর্তি নিয়েও। এই অবস্থায় ভর্তির দিন এগিয়ে আনার কথা ভাবছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নির্বাচনের দিন বদল নিয়ে রাজ্যের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ২৮ জুনই স্নাতকে ভর্তি শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল ২, ৬ এবং ৯ জুলাই। ২ জুলাই নির্বাচন উপলক্ষে জুনের তৃতীয় সপ্তাহেই নিরাপত্তা বাহিনী বিভিন্ন কলেজের দখল নেওয়ায় ২৮ জুনের বদলে ১৫ জুলাই ভর্তি শুরু করার কথা বলেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। এখন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচন শুরু হবে ১১ জুলাই। এই পরিস্থিতিতে ১৫ জুলাই থেকে ভর্তি শুরু করা সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের এক কর্তা এ দিন বলেন, “স্নাতকে ভর্তির দিন এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। ৫ অথবা ৮ জুলাই তা শুরু হতে পারে।” ভর্তি চলবে ৮ অগস্ট পর্যন্ত।
ভর্তির দিন এগোনো হলেও পার্ট ওয়ান, পার্ট টু পরীক্ষা পিছোবে বলেই মনে করছেন ওই কর্তা। সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চায়েত নির্বাচন চলবে ২৫ জুলাই পর্যন্ত। তার পরে ফলপ্রকাশ। তাই জুলাইয়ে কোনও মতেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ আগেই বলেছিলেন, পার্ট টু পরীক্ষা অগস্টের আগে শুরু করা যাবে না। এ দিন ওই কর্তা বলেন, “পার্ট টু-র অনার্স পরীক্ষা হয়ে গিয়েছে। জেনারেল পত্রের পরীক্ষা বাকি। সেগুলি শেষ হতে সপ্তাহ তিনেক সময় লাগবে। তার পরে শুরু হবে পার্ট ওয়ান পরীক্ষা। তা শেষ হতে সেপ্টেম্বর।”
পার্ট টু পরীক্ষা পিছিয়ে যাওয়ায় তৃতীয় বর্ষের ক্লাস শুরু হতে দেরি হবে। এর জেরে তৃতীয় বর্ষের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে বলে বহু শিক্ষক ও পড়ুয়ার আশঙ্কা। পাঠ্যক্রম শেষ করা যাবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস আগেই জানিয়েছেন, কোনও কলেজ যদি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে পার্ট টু পরীক্ষা শেষ হওয়ার আগেই তৃতীয় বর্ষের ক্লাস শুরু করে দেয়, ব্যক্তিগত ভাবে তাঁর আপত্তি নেই। সেই আশ্বাস পেয়ে অনেক কলেজই তৃতীয় বর্ষের পঠনপাঠন শুরু করতে আগ্রহ দেখাচ্ছে। আশুতোষ কলেজের অধ্যক্ষ দীপক কর জানান, তাঁদের ছাত্রছাত্রীরা তৃতীয় বর্ষের ক্লাস শুরু করে দেওয়ার আবেদন জানিয়েছেন। বিভাগীয় প্রধানেরা সে-কথা অধ্যক্ষকে জানিয়েছেন। সকলের সম্মতিতে ক্লাস শুরু হতে পারে ওই কলেজে। বেথুন, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজেও কোনও কোনও বিভাগে পার্ট টু পরীক্ষার আগেই তৃতীয় বর্ষের ক্লাস শুরু হবে বলে কলেজ সূত্রের খবর। তবে স্নাতকে ভর্তি বা পরীক্ষার নতুন নির্ঘণ্টের ব্যাপারে এ দিন কোনও সিদ্ধান্ত হয়নি। আজ, বুধবার বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.