টুকরো খবর
দল ছেড়ে নির্দলে
গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রতীকে জিতে তিনি মানবাজার ২ ব্লকের বারি-জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। সেই আকাল শবর এ বার দলের প্রতীক না পেয়ে ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে লড়ছেন! কেন? মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের অসিত মাহাতোর দাবি, “গত দু’বছর ধরে দলবিরোধী কাজের জন্য আকালবাবুকে এ বার দল প্রার্থী করেনি। দলীয় নেতৃত্ব ইতিমধ্যে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততায় তা ঘোষণা করা হয়নি।” আকালবাবু অবশ্য বলছেন, “দলের অন্যায় দাবি মেনে নিইনি। পঞ্চায়েত চালাতে রং দেখিনি। তাই দলের রোষের শিকার হয়েছি।” সিপিএম তাঁকে প্রার্থী না করলেও নির্দল প্রার্থী হিসাবে জিতেই তিনি পঞ্চায়েতের উন্নয়ন করবেন বলে দাবি করছেন। দলের প্রতীকে লড়ছেন না বিজেপির অন্যতম জেলা সম্পাদক সত্যবান মাহাতোও। তবে এ ক্ষেত্রেও কারণটা অন্য রকম। মানবাজার ব্লকের ডাকাকেন্দু গ্রামের বাসিন্দা সত্যবানবাবু এ বার কামতা-জাঙ্গিদিরি গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল সূত্রের ব্যাখ্যা, কামতা-জাঙ্গিদিরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে হারাতে সব বিরোধী দলই এককাট্টা হয়েছে। তবে শর্ত একটাই যে এলাকায় যার রাজনৈতিক ক্ষমতা বেশি, সেই দলই সেখানে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে। তবে দলীয় প্রতীক নয়, প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে নির্দল প্রার্থী হিসেবেই। যার জেরে বিজেপির ওই নেতা প্রার্থী হয়েছেন দলীয় প্রতীক না নিয়েই। এমন বিচিত্র ঘটনায় বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মাঝির যুক্তি, “ওই জোট হয়েছে স্থানীয় স্তরে। দলের রাজনৈতিক কার্যকলাপে তার কোনও প্রভাব পড়বে না!”

ট্রেনের যাত্রাপথ কমানোর প্রতিবাদে সরব কংগ্রেসও
সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ক্ষোভের কথা মাথায় রেখে রূপসী বাংলা ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়ার প্রতিবাদে সিপিএমের পরে এ বার সরব হল কংগ্রেস। ঘটনাচক্রে যে দলের সাংসদ অধীর চৌধুরী কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, হাওড়া-পুরুলিয়া রুটের এই ট্রেনটি আগামী ১৫ জুলাই থেকে সাঁতরাগাছি-পুরুলিয়া হয়ে যাবে। অর্থাৎ, পুরুলিয়া স্টেশন থেকে আগের সময়েই ছেড়ে ট্রেনটির গন্তব্য হাওড়ার বদলে সাঁতরাগাছি হবে। আবার সাঁতরাগাছি থেকে পরদিন ভোর ছ’টায় পুরুলিয়ার উদ্দেশে ট্রেনটি ছাড়বে। রেলের এই সিদ্ধান্ত নিয়ে পুরুলিয়া তো বটেই, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। সামনে পঞ্চায়েত ভোট হওয়ায় নড়েচড়ে বসেছেন কংগ্রেস নেতৃত্বও। দল সূত্রের খবর, মঙ্গলবার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অধীরবাবুকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দলের পক্ষ থেকে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরেও অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়েছে। পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিভাস দাস বলেন, “এই ট্রেনটি পুরুলিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন। শুধু তাই নয়, হাওড়া থেকে পুরুলিয়ার সংযোগকারী সরাসরি দু’টি মাত্র এক্সপ্রেস ট্রেনের অন্যতম এই রূপসী বাংলা। সকাল ছ’টায় হাওড়া থেকে এই ট্রেন ধরতেন যাত্রীরা। তার বদলে সাঁতরাগাছি থেকে ধরতে হবে। এটা খুবই অসুবিধার।” দক্ষিণ-পূর্ব রেলের আদ্রার ডিআরএম অরবিন্দকুমার মিত্তল জানিয়েছেন, এই দাবির বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শ্লীলতাহানি, প্রৌঢ় গ্রেফতার
এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত সনাতন মান্ডির বাড়ি চোরপাহাড়ি পঞ্চায়েতের সিমুলবেড়া গ্রামে। সোমবার রাতে তাঁকে ধরার পরে মঙ্গলবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে বছর পঞ্চাশের ওই মহিলা দাবি করেছেন, সোমবার সন্ধ্যায় তিনি পুকুরে গিয়েছিলেন। সেই সময়ে পিছন দিক থেকে সনাতন এসে তাঁকে জাপটে ধরে তাঁর শ্লীলতাহানি করেন। পুলিশ জানিয়েছে, ওই মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা সনাতনকে ধরে ফেলেন। এ দিন আদালতে অবশ্য ধৃত ব্যক্তি দাবি করেন, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

গ্রেফতার
ঘুমন্ত অবস্থায় তাঁর বছর আটেকের মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে মঙ্গলবার কাঁকরতলা থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। ঘটনাটি সোমবার মাঝ রাতে ঘটেছে কাঁকরতলা থানা এলাকায়। অভিযুক্ত শেখ আমিরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.