টুকরো খবর |
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ স্বামীকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কুশডাঙা গ্রামে মৃতকেই বধূর নাম নাসরিন বিবি (১৮)। রবিবার রাতে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। সোমবার মৃতার কাকা তাজউদ্দিন মণ্ডল, নাসরিনেক স্বামীমনিরুল গাজি, শ্বশুর আমজেদ আলি, শাশুড়ি সাফুরা বিবি ও ননদ মামণি বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনিরুলকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দুয়েক আগে বসিরহাটের ইটিন্ডার বাসিন্দা নাসরিনের সঙ্গে বিয়ে হয় মনিরুলের। নাসরিনের পরিবারের লোকেদের অভিযোগ, বিয়েতে চাহিদামত যৌতুক দেওয়া হলেও আরও যৌতপকের দাবিতে নাসরিনের উপরে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। রবিবার সন্ধ্যায় নাসরিন কীটনাশক খেয়েছে বলে তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তিনি মারা যান। মনিরুলের অবশ্য দাবি, ওই দিন বিকেলে পারিবারিক অশান্তির জেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় নাসরিন। ঘরে চাষের জন্য কীটনাশক রাখা ছিল। রাগের মাথায় সেটাই খেয়ে ফেলে নাসরিন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
গুলিতে মৃত্যু সিপিএম কর্মীর
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
গুলিতে আহত বনগাঁর সিপিএম কর্মীর মৃত্যু হল কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে। এই ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম সচিন মণ্ডল, সাদেক মণ্ডল ও মমতাজ মণ্ডল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আঁখিরঞ্জন হালদার(৪৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বনগাঁর চড়ুইগাছি বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আঁখিবাবু। তখন এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পিঠে দুটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মৃত্যুকালীন জবানবন্দিতে আঁখিবাবু পুলিশকে জানিয়েছেন, পরিচিত সচিন মণ্ডলের সঙ্গে তাঁর জমি নিয়ে বিবাদ চলছিল। সেই নিয়ে আদালতে মামলাও রয়েছে। সচিনই মিজান মণ্ডল নামে এক বাংলাদেশি দুষ্কৃতীকে সুপারি দিয়ে তাঁকে খুনের চেষ্টা করেছে। মূল অভিযুক্ত মিজানের বাড়ি বাংলাদেশের ঘিরে এলাকায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে রাজনীতির সর্ম্পক নেই। যদিও সিপিএমের জেলা কমিটির সদস্য দুলাল মণ্ডলের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতেই এই খুন।” স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাসের পাল্টা দাবি, পঞ্চায়েত নির্বাচনে হারের ভয়ে জমি বিবাদের জেরে খুনেও রাজনীতি খুঁজছে সিপিএম।
|
সময়ে ট্রেনের দাবিতে অবরোধ টাকি, ভ্যাবলায়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সময়মতো ট্রেন চলাচলের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার বিকেলে হাসনাবাদের টাকি এবং বসিরহাটের ভ্যাবলা স্টেশনে অবরোধের জেরে ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। টাকিতে পরে অবরোধ উটে গেলেও ভ্যাবলায় বিক্ষোভকারীরা সরতে না চাওয়ায় বাস চলাচলের রাস্তা আটকে যায়। যানজটে পড়ে ক্ষোভে ফেটে চালক, যাত্রীরা। অবরোধকারীদের সঙ্গে তাঁদের বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীদের অভিযোগ, বিকেল ৪টে ১৬ মিনিটের ডাউন ট্রেনের সময় এগিয়ে এনে ৪টে ১০ মিনিট করা হয়েছে। |
ভ্যাবলা স্টেশনে বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
এর ফলে সাদারণ যাত্রীদের পাশপাশি ওই ট্রেনে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষিক থেক স্কুলপড়ুয়া সকলকেই অসুবিধায় পড়তে হচ্ছে। কারণ সময় এগিয়ে আনায় তাঁরা ট্রেন ধরতে পারছেন না। পরের ট্রেনের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, রেলকে সমস্যার কথা জানানো হলেও কাজ হয়নি। সেই কারণেই অবরোধ করেন তাঁরা।
|
বাস উল্টে জখম ১০
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বরযাত্রী বোঝাই বাস উল্টে আহত হলেন ১০ জন। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার ১৬ নম্বর রেলগেটের কাছে বনগাঁ-চাকদহ সড়কে। বাসটি স্থানীয় গোপীনাথপুরে যাচ্ছিল। আহতদের মধ্যে তিনজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
কর্মী বেতন পাননি, স্কুলে অনুদান বন্ধ |
বসিরহাটের বিদ্যাসাগর অ্যাকাডেমির এক মহিলা অশিক্ষক কর্মচারী দু’বছর কাজ করার পরেও কোনও বেতন না-পাওয়ায় ওই স্কুলের সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাশিস করগুপ্ত মঙ্গলবার জানিয়ে দেন, রাজ্য সরকারকে ৩১ জুলাইয়ের মধ্যে ওই কর্মীর বেতন বাবদ পাওনা টাকা ৯% সুদ-সহ মেটাতে হবে। প্রধান শিক্ষকের বেতন থেকে সুদের টাকা কেটে নেবেন স্কুল পরিদর্শক। কুমকুম খাতুন নামে এক মহিলা ২০১১ সালে ওই স্কুলে নিয়োগপত্র পান। দু’বছর বেতন না-পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আবেদনকারিণীর আইনজীবী এক্রামুল বারি বলেন, জেলা স্কুল পরিদর্শক ওই অশিক্ষক কর্মীর নিয়োগপত্র মঞ্জুর করেছিলেন। স্কুলকে কুমকুমের বেতন মিটিয়ে দেওয়ার কথাও বারবার বলেছেন তিনি। কিন্তু পরিদর্শকের বক্তব্যে কান দেননি স্কুল-কর্তৃপক্ষ। ফলে তাঁর মক্কেল বেতন পাননি।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু, জখম ৩ |
ডায়মন্ড হারবার রোডে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন তিন জন। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১টা নাগাদ একটি মালবাহী গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। এক বেসরকারি সংস্থার রক্ষী আহত হন। তার পরেই গাড়িটি ঘুরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে। সেই গাড়ির চালক ও দুই খালাসি গুরুতর জখম হন। দীপু মণ্ডল নামে ওই গাড়ির চালক হাসপাতালে মারা যান। অন্য তিন জনের অবস্থা স্থিতিশীল। মালবাহী গাড়ির চালক পলাতক। |
|