|
|
|
|
রঞ্জি ট্রফি সূচিতে অভিনবত্ব |
গ্রুপ ‘বি’-তে বাংলার সামনে শক্ত চ্যালেঞ্জ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গত মরসুমে জঘন্য পারফরম্যান্সের ফল। নয় দলের ‘এ’ গ্রুপে সাত নম্বরে থাকার ফলে এই মরসুমের রঞ্জি ট্রফিতে বাংলাকে খেলতে হবে ‘বি’ গ্রুপে।
এটা অবশ্য গত মরসুমের শেষেই ঠিক হয়ে গিয়েছিল। বাংলার মতো গতবার ‘এ’ গ্রুপে থাকা দল, যারা এ বার ‘বি’ গ্রুপে খেলবে, তারা হল পুজারা, জাডেজার সৌরাষ্ট্র, রেলওয়েজ ও রাজস্থান। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে ‘এ’ গ্রুপে ‘প্রোমোশন’ পেয়েছে কর্ণাটক, ওড়িশা, হরিয়ানা ও বিদর্ভ।
বাংলার সঙ্গে এ বার ‘বি’ গ্রুপে আছে সার্ভিসেস, উত্তর প্রদেশ, বরোদা, মধ্য প্রদেশ ও তামিলনাড়ুও। সার্ভিসেস গতবার ‘সি’ থেকে এ বার ‘বি’-তে উঠে এসেছে। ‘এ’ গ্রুপে প্রোমোশন পাওয়া চারটি দল ছাড়াও রয়েছে মুম্বই, পঞ্জাব, গুজরাত, দিল্লি ও ঝাড়খন্ড। ঝাড়খন্ড আবার ‘সি’ থেকে ‘এ’-তে উঠে এসেছে। ‘এ’ থেকে ‘সি’-তে চলে গিয়েছে হায়দরাবাদ ও ‘বি’ থেকে ‘সি’-তে গিয়েছে মহারাষ্ট্র।
বোর্ডের ফিক্সচার কমিটি এ বার ঘরোয়া ক্রিকেটকে আরও জনপ্রিয় ও কার্যকর করে তোলার জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করার সুপারিশ করেছে। অরুণ জেটলির নেতৃত্বাধীন এই কমিটির সুপারিশ অনুযায়ী, রঞ্জি ট্রফির ম্যাচগুলি হবে সপ্তাহান্তে, যাতে আরও বেশি সংখ্যক ক্রিকেটপ্রেমী মাঠে গিয়ে খেলা দেখতে পারেন। বিজয় হাজারে ট্রফির নক আউট পর্যায় ও দেওধর ট্রফির ম্যাচগুলি হবে দিন-রাতের। ক্রিকেটারদের সুবিধার জন্য যেমন তৃতীয় ম্যাচের পর থেকে প্রতি দলকে দু’টি ম্যাচের মধ্যে চার দিনের বিশ্রামের সময় দেওয়া হবে, তেমন রঞ্জি ম্যাচে না খেলা ক্রিকেটাররা যাতে অনুর্ধ্ব ২৫ টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারেন, সে ভাবেই দুই টুর্নামেন্টের ক্রীড়াসূচি তৈরি হবে। রঞ্জি ট্রফিতে এ বার থেকে চারটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে প্রতি দলকে। নক আউট পর্যায়ে ভেনু বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের গ্রাউন্ড ও পিচ কমিটিকে। |
|
|
|
|
|