|
|
সুস্মিতা সিংহ রায় নামছেন শুক্রবার। (ডান দিকে) আশা রায়। |
|
চব্বিশ বছর পর ভারতে হচ্ছে এই প্রতিযোগিতা। বেশ কয়েক জন অলিম্পিক পদকজয়ী-সহ ৪৩ দেশের রেকর্ড সংখ্যক ৫৭৭ জন প্রতিযোগী নামছেন এ বার। সবথেকে বড় দল ভারতের, ১০৭ জন। প্রথমে ঠিক ছিল চেন্নাইতে হবে প্রতিযোগিতা। পরিকাঠামো উন্নয়নে জয়ললিতা সরকার কয়েকশো কোটি টাকা ব্যয়ও করে ফেলেছিল। কিন্তু শ্রীলঙ্কা মিটে যোগ দিচ্ছে বলে শেষ পর্যন্ত তা বাতিল করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী নিজেই। পুণের বালয়েওয়াড়ি স্টেডিয়ামের ট্র্যাক তেমন ভাল নয়। তবে তার মধ্যেই সবথেকে বেশি পদক আশা করছে ভারত।
কমনওয়েলথ এবং গুয়াংঝাও এশিয়াডে ভারতের অ্যাথলিটরা প্রত্যাশার চেয়ে বেশি পদক এনেছিলেন। এ বারও আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারত ভাল ফল করবে আশা করা যায়। সুধা সিংহ (৩০০০ স্টিপলচেজ), কৃষ্ণা পুনিয়া (ডিসকাস), বিকাশ গৌড়া (ডিসকাস), রঞ্জিত মহেশ্বরীরা (ট্রিপল জাম্প) সোনা পেতে পারেন। কারণ নিজের নিজের ইভেন্টে তাঁরা এশীয় পার্যয়ে ভাল জায়গায় আছেন। গতবারের পদকজয়ী ময়ূখা জনি (ট্রিপল জাম্প), পি টি উষার ছাত্রী টিন্টু লুকা (মেয়েদের ৮০০ মিটার) সোনা পেতে পারেন। |