টুকরো খবর |
জিন্দলের দলের কোচ ম্যান ইউয়ের প্রাক্তন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ম্যান ইউয়ের প্রাক্তন ফুটবলার এ বার কোচিং করাতে আসছেন ভারতে। আই লিগে শিল্পপতি জিন্দলের নতুন ফ্রাঞ্চাইজি দল জেএসডব্লিউর দায়িত্ব নিলেন অ্যাসলে ওয়েস্টউড। ওয়েস্টউড তাঁর খেলোয়াড় জীবনে ডিফেন্ডার হিসাবে ইংল্যান্ডের মোট ১৫টি ক্লাবে খেলেছেন। ফুটবল জীবন শেষ করেছেন পোর্টসমাউত ক্লাব থেকে। ম্যানেজারের দায়িত্ব সামলিয়েছেন কেটারিং ক্লাবে। এ ছাড়াও মাইকেল অ্যাপেলটনের সঙ্গে সহকারী কোচ হিসাবে ছিলেন পোর্টসমাউত, ব্ল্যাকপুল ও ব্ল্যাকবার্নে। সরকারিভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর ওয়েস্টউড জানিয়েছেন, “এত ভাল প্রস্তাব হাতছাড়া করা আমার পক্ষে খুবই কষ্টকর ছিল। এত দিন ইংলিশ ফুটবল নিয়েই কাজ করেছি। বিশ্বের অন্য প্রান্তে কাজ করার সুযোগটা খুব চ্যালেঞ্জিং।”
|
ভারত হারাল অস্ট্রেলিয়াকে
সংবাদসংস্থা • ওভাল |
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪৭ রানে হারাল ভারত। অঙ্কুশ বাইনস-এর ৬৪ আর অধিনায়ক বিজয় জোল-এর ৪৬ রানের সাহায্যে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২২১ রান। জবাবে ব্যাট করতে নেমে এক সময় ১৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৭৪ রানে থেমে যায় অজিদের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স কুলদীপ যাদবের (৩-১৯)। ভারতের পরের ম্যাচ ৪ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
|
এশীয় টিটিতে অষ্টম মৌমারা
সংবাদসংস্থা • বুসান |
মঙ্গলবার এশীয় টিটিতে দিনটা ভাল গেল না ভারতীয় পুরুষ এবং মহিলা দলের। মালয়েশিয়ার কাছে ১-৩ ফলাফলে হেরে ভারতের মেয়েরা টুর্নামেন্ট শেষ করল অষ্টম স্থানে। মহিলাদের মতোই জয় আসেনি পুরুষদের দলগত বিভাগেও। সিঙ্গাপুরের কাছে তারা হেরেছে ২-৩ ফলাফলে। বুধবার সপ্তম-অষ্টম স্থানের জন্য ভারতীয় পুরুষদের লড়াই ইরানের বিরুদ্ধে।
|
জাড্ডুর গোঁফ |
গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। না রবীন্দ্র জাডেজাকে চেনার জন্য গোঁফের প্রয়োজন নেই। ‘স্যর জাডেজা’ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তো বটেই ক্যাপ্টেন ধোনির বিখ্যাত চুটকি-র জন্য এমনিতেই বিরাট জনপ্রিয়। তা হলে গোঁফ রাখলেন কেন জাড্ডু? স্টাইল স্টেটমেন্ট? না, ভুল হল। জাডেজা নাকি গোঁফ রেখেছেন রাজপুত ভাইদের কথা ভেবে। গোঁফ রাখার রহস্য কী প্রশ্ন করলে তিনি সাফ বলে দেন, “আমি রাজপুত। রাজপুতদের শৌর্য গোঁফ। তাই রাজপুত ভাইদের কথা ভেবেই গোঁফ রেখেছি।”
|
সন্দীপ বাদ |
এশিয়া কাপের সম্ভাব্য ৪৮ জনের টিম থেকে বাদ পড়লেন ড্র্যাগ ফ্লিকার সন্দীপ সিংহ। লন্ডন অলিম্পিকের পর গত মাসে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড লিগ রাউন্ড থ্রি-তে আবার দলে আসেন সন্দীপ। কিন্তু এই টুর্নামেন্টেও নির্বাচকদের চোখে পড়ার মতো পারফর্ম করতে পারেননি তিনি। ২৪ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর এশিয়া কাপের আসর বসবে মালয়েশিয়ায়। ১৬ জুলাই থেকে ভারতীয় দলের এক মাসের জাতীয় শিবির বেঙ্গালুরুতে। মহা গুরুত্বপূর্ণ এশিয়া কাপে ভারতের সুযোগ আগামী বছর হকি বিশ্বকাপের যোগ্যতা পাওয়ার।
|
আপ্লুত পূজারা |
টেস্টে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির বিরাট দায়িত্ব তিনি সামলাতে পারবেন। আত্মবিশ্বাসী চেতেশ্বর পূজারা। ১৩ টেস্টে চার সেঞ্চুরি আর আর তিন হাফ সেঞ্চুরি সহ পূজারার ব্যাটিং গড় ৬৫। টেকনিক আর রানের খিদের জন্য ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’-এর সঙ্গে তুলনা পূজারার কাছে আলাদা উৎসাহ। তবে টেস্ট টিমে জায়গা পাকা করেই থামতে চান না সৌরাষ্ট্রের বছর ২৫-এর ব্যাটসম্যান। পূজারা বলে দেন, “ওডিআই আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুযোগ আসবে।”
|
ফাওয়াদের স্বপ্নপূরণ |
পাকিস্তানে জন্ম। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান। কয়েক বছর আগেও ছিলেন উদ্বাস্তু। বছর ৩১-এর ফাওয়াদ আহমেদের ভবিষ্যৎ বলে কিছু ছিল না। অবশেষে দুর্দিন কাটল। অস্ট্রেলিয়া সরকার ফাওয়াদকে নাগরিকত্ব দিতে চলেছে। গত মাসে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে খেলেছেন লেগ স্পিনার ফাওয়াদ। তাঁর পারফরম্যান্সে অস্ট্রেলিয়া বোর্ড এতটাই খুশি যে আসন্ন অ্যাসেজে তাঁকে টিমে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অজি নির্বাচক জন ইনভেরারিটি। আর এ সব শুনে ফাওয়াদের প্রতিক্রিয়া, ‘অবিশ্বাস্য’।
|
৯ জুলাই থেকে এয়ারলাইন্স কাপ |
এ বছর এয়ারলাইন্স কাপ শুরু হবে ৯ জুলাই। চলবে ১৬ জুলাই পর্যন্ত। কৃষ্ণনগর স্টেডিয়ামের এই টুনার্মেন্টে এ বার কোনও বড় দল নেই। খেলবে প্রিমিয়ার লিগের কিছু ক্লাব। |
|