বৃষ্টি হলেই জল পড়ে ক্লাসে
রিচালন সমিতি নেই। প্রশাসকও নেই। ফলে, গত দেড় বছর ধরে চরম সমস্যা চলছে খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে। স্কুলের উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ। চালু হয়নি মিড-ডে মিল। ছাত্ররা সরকারি অনুদানের টাকা পাচ্ছে না। বৃষ্টি হলে শ্রেণিকক্ষের ছাদ চুঁইয়ে জল পড়ে। সমস্যা সমাধানের আর্জি নিয়ে শিক্ষা দফতর থেকে মধ্যশিক্ষা পর্ষদসকলেরই দ্বারস্থ হয়েছেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু, সুরাহা মেলেনি। পরিস্থিতি দেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষক। হাইকোর্টে তাঁর আর্জি, অন্তত একজন প্রশাসক নিয়োগ করা হোক। মামলাটি এখন বিচারাধীন।
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়ের বক্তব্য, “সময় মতো পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হলে এই সমস্যা হত না।”
ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিতেকন।—নিজস্ব চিত্র।
স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ওই বছর নির্বাচনে জয়ী হয়েছিলেন বামপন্থীরা। নিয়মানুযায়ী, তিন বছর অন্তর নির্বাচন হয়। কিন্তু, তা হয়নি। ফলে, চরম সমস্যা দেখা দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন পরিচালন সমিতি গঠন করার জন্য ২০১১ সালের ১৮ ডিসেম্বর অভিভাবক প্রতিনিধি নির্বাচন হবে বলে এক সময়ে ঠিক হয়েছিল। পরে তা পিছনোর দাবি ওঠে। ঠিক হয় ওই বছরের ২৫ ডিসেম্বর নির্বাচন হবে। এ নিয়ে আলোচনাও হয়। শেষমেশ, তা-ও সম্ভব হয়নি।
সমস্যার শুরু এরপর থেকেই। সাধারণত, স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু’জনের নামে হয়। এক জন প্রধান শিক্ষক, অন্য জন পরিচালন সমিতির সম্পাদক। গত দেড় বছর ধরে পরিচালন সমিতি না-থাকায় স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাই তোলা যাচ্ছে না। ফলে, স্কুলের উন্নয়নমূলক কাজকর্ম পুরোপুরি বন্ধ। জানা গিয়েছে, সমস্যার কথা লিখিত ভাবেই শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সেই মতো গত বছর পর্ষদে এক শুনানিও হয়। পর্ষদ থেকে তলব করা হয় প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সম্পাদককে। প্রধান শিক্ষত পার্থ ঘোষ শুনানিতে স্কুলের সমস্যার কথা জানান। পরে অবশ্য পর্ষদ থেকে যা জানানো হয়, তার অর্থ স্কুলের পরিচালন সমিতির মেয়াদবৃদ্ধি বা প্রশাসক নিয়োগ, কোনওটাই আপাতত করা হবে না। প্রধান শিক্ষকের কথায়, “পর্ষদের এমন মনোভাব জানতে পেরে কিছুটা অবাকই হয়েছিলাম। স্কুল চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি।” তাঁর কথায়, “স্কুলের অ্যাকাউন্টে অর্থ যে নেই, তা নয়। আমি তো একা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কাজ করাতে পারি না। পরিচালন সমিতির সম্পাদক বা প্রশাসক থাকলে এই সমস্যা হত না।” অগত্যা, সংস্কারের অভাবে জীর্ণ ক্লাসরুমেই পঠনপাঠন চলছে। স্কুলের এক সহ-শিক্ষকের কথায়, “একটানা বৃষ্টি হলে চরম সমস্যা হয়। ছাদ চুঁইয়ে জল পড়ে। তারমধ্যে পঠনপাঠন চলে। এছাড়া, উপায়ও নেই।” সমস্যা রয়েছে মিড-ডে মিল চালুর ক্ষেত্রে। প্রধান শিক্ষকের কথায়, “মিড ডে মিলের পরিকাঠামো রয়েছে। কিন্তু, তা চালু হবে কী করে? এই তো পরিস্থিতি।” আপাতত, হাইকোর্ট কী রায় দেয়, সেদিকেই নজর সকলের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.