মা ও ছেলেকে মারধর করে তাঁদের কাছ থেকে সোনার গয়নাগাটি ও টাকাকড়ি নিয়ে পালিয়ে যাওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাইজুল মোল্লা ও আসাদুল মণ্ডল নামে ওই দুই ধৃতের বাড়ি যথাক্রমে বারাসতের কদম্বগাছির উলা গ্রামে ও ছোটো জাগুলিয়ায়। আসাদুলের কাছে লুঠ হওয়া গয়না ও কয়েক হাজার টাকা পাওয়া গিয়েছে।
পুলিশ জানিয়েছে, গৌরী দে নামে ওই মহিলার কদম্বগাছিতে একটি সোনার দোকান রয়েছে। গত ৮ জুন রাতে দোকান বন্ধ করে গৌরীদেবী ও তাঁর ছেলে রাজ দেগঙ্গার কার্তিকপুরে পালপাড়ায় বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের দোকানের সামনে একটি লাল রঙের সুমো এসে দাঁড়ায়। গাড়িতে দু’টি বাচ্চা-সহ এক মহিলা ছিলেন। গাড়ির চালক দেগঙ্গা যাবে বলায় গৌরীদেবী ছেলেকে নিয়ে তাতে উঠে পড়েন। মুকুন্দপুরের কাছে ওই মহিলা বাচ্চাদের নিয়ে নেমে যাওয়ার পরে সেখান থেকে তিন যুবক গাড়িতে ওঠে। বেলিয়াঘাটার কাছে তিন যুবকের একজন গৌরীদেবীর মাথায় রিভলভার ঠেকিয়ে গয়নাগাটি, টাকাকড়ি কেড়ে নেয়। এর পরে তাঁদের কালিয়ানি বিলের কাছে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই রাতেই গৌরীদেবী দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গে আশপাশের থানাগুিকে সতর্ক করে দেয়। রাতেই পুলিশের হাতে ধরা পড়ে গাড়ির চালক আবাসউদ্দিন ও এক দুষ্কৃতী গোলাম মোস্তাফা।
গত রবিবার পুলিশ জানতে পারে ওই ঘটনার মূল পাণ্ডা বাকি দুই দুষ্কৃতী তাইজুল মোল্লা ও আসাদুল মণ্ডল ডাকাতির উদ্দেশ্যে দেগঙ্গায় এসেছে। এর পরেই পুলিশ তাদের ধরে ফেলে। |