৬ দৈনিক মজুরি।
৭ ভারতের অঙ্গরাজ্য।
৯ মন-ভোলানো হাবভাব।
১০ বিশেষ প্রীতিদায়ক।
১১ যার চিকিৎসা প্রায় অসম্ভব।
১২ ‘—সমরে পড়ি, বীরচন্দ্রচূড়ামণি...।’
১৩ মৌমাছির মধু সংগ্রহের
মতো দ্বারে দ্বারে ভিক্ষা।
১৪ দুর্দশা, দারিদ্র।
১৬ উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত।
১৮ চন্দ্র।
২০ নিষেধ করতে হবে এমন।
২১ বনিয়াদ তৈরির সময় প্রথম
যে ইট বা পাথর স্থাপন করা হয়।
২৩ বিনামূল্য।
২৫ অন্ধকারে ঢাকা।
২৭ মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল।
২৯ ধার্মিক।
৩১ প্রখর দীপ্তি।
৩২ মোহগ্রস্ত অবস্থা।
৩৪ আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ ব্যাপার।
৩৫ জয়পরাজয়।
৩৬ মৃত্যুর ভান করে প্রতারণা।
৩৭ লুণ্ঠন, চুরি। |
|
১ স্থিরীকৃত, সুনিশ্চিত।
২ উপহাসের পাত্র বা যোগ্য।
৩ সাহচর্যের আনন্দ।
৪ মনের মতো।
৫ খোলস বা খোসা
নেই এমন।
৬ প্রকাশ্য দিবালোক।
৮ মরুভূমিতে জাত।
১৫ অচল।
১৬ দক্ষতার সঙ্গে পরিচালিত।
১৭ করতলের আঘাত।
১৯ পাহাড়ের জলধারা।
২০ বাজারদর।
২২ প্রতিকৃতি বা প্রতিমূতির্।
২৪ চামড় দিয়ে বীজন
করছে এমন।
২৬ খুব সকাল, তাড়াতাড়ি।
২৮ সংসারবন্ধন থেকে
মুক্তিদাতা।
৩০ আশ্বিনমাসের শুক্লপক্ষের
প্রতিপদ
থেকে নবমী পর্যন্ত পালনীয় ব্রত।
৩১ প্রকাশ করা হয়েছে এমন।
৩২ তারকাময়ী।
৩৩ অতিশয় দক্ষ বা পারংগম। |