|
|
|
|
মোদী-বিতর্ক উস্কে দিলেন চিদম্বরম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব উস্কে দেওয়ার কৌশল নিল কংগ্রেস।
বৃহস্পতিবারই ইশরাত জহান মামলার চার্জশিট দিতে পারে সিবিআই। তাতে মোদীর নাম থাকুক বা না থাকুক, কংগ্রেস মোদীকে রাজনৈতিক আক্রমণ করা শুরু করে দিয়েছে। মোদী শিবিরের অভিযোগ, লোকসভা ভোটের আগে মোদীর উত্থান ঠেকাতে সিবিআইয়ের অপব্যবহার করছে কংগ্রেস। যাতে রাজনীতির মেরুকরণ করা যায়। বিষয়টি নিয়ে মোদী নিজে তো বটেই, অরুণ জেটলির মতো অনেক নেতাই সিবিআইয়ের অপব্যবহার নিয়ে সরব। কিন্তু বিজেপিরই লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজের মতো অনেকে আবার মনে করেন, মোদীকে সামনে রেখে ভোটে লড়তে গেলে এই মেরুকরণের খেসারত দিতেই হবে দলকে।
বিজেপির অন্দরের কোন্দলকে উস্কে দিতে কংগ্রেস নেতারা আসরে নেমেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ বলেন, “নরেন্দ্র মোদী এক জন বিভেদকামী নেতা। অযোধ্যা, ধারা ৩৭০, অভিন্ন দেওয়ানি বিধির মতো বিভেদকামী বিষয়গুলি ফের তোলা হচ্ছে।” তাঁর বক্তব্য, “যাঁরা ধর্মনিরপেক্ষতা ও সকলকে নিয়ে চলার পক্ষপাতী নন, লোকসভা ভোটে মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবেন।”
তবে মোদী এ সবের তোয়াক্কা না করে এগিয়ে যেতে চান। ইশরাত জহান মামলার চার্জশিটের অপেক্ষা করছেন তিনি। তার পরে দিল্লিতে
এসে প্রচার কমিটির বৈঠকও করতে পারেন। উত্তরাখণ্ডে তাঁর সফরকে কেন্দ্র করে সমালোচনার মোড় ঘোরাতেও ঘুঁটি সাজানো হচ্ছে মোদী শিবিরে। বিপর্যয়ের পরে উত্তরাখণ্ডে ত্রাণকে ঘিরে রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করতে চান তাঁরা। |
|
|
|
|
|