|
|
|
|
নেটে তরুণী-নিগ্রহের ছবি, ধৃত ৪ জওয়ান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বে নারী নিগ্রহে ফের অভিযুক্ত নিরাপত্তা জওয়ানরা। এ বার ঘটনাস্থল মণিপুরের চূড়চাঁদপুর।
মোবাইল ফোনে এমএমএস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ওই ঘটনার ছবি ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছেন রাজ্যবাসী। গতকাল অভিযুক্তদের কয়েকজনের গ্রেফতার হওয়ার খবর ছড়াতে থানার সামনে ভিড় জমান সাধারণ মানুষ। ধৃতদের জনতার হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। ভেঙে দেওয়া হয় থানার দরজা। ছোঁড়া হয় ইট, পাথর। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। চলে লাঠিচার্জ। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে শেষমেশ শূন্যে গুলি চালান পুলিশকর্মীরা। অভিযোগ, তাতে ৩ বিক্ষোভকারী জখম হন।
দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী গাইখংবাম। আজ বিধানসভায় তিনি বলেন, “অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, অমানবিক।”
কী হয়েছিল চূড়চাঁদপুরে?
মোবাইল ফোনের ছবিতে তা স্পষ্ট। তাতে দেখা যাচ্ছে—বছর কুড়ির এক নগ্ন তরুণী হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পাশে ভিড় উর্দিধারী জওয়ানদের। সেখানে উপস্থিত ওই তরুণীর বন্ধু। কাপড় নেই তাঁর শরীরেও। বারবার ওই তরুণী জওয়ানদের বলছেন, তাঁরা দু’জনে অনেকদিনের পরিচিত। কয়েকদিনের মধ্যে বিয়ে হবে তাঁদের। তা না শুনে উল্লাসে মেতেছে ওই জওয়ানরা।
২৫ জুন ঘটনাটি ঘটে খুগা বাঁধে। তরুণীর অভিযোগ, বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। আচমকা জনাচারেক জওয়ান তাঁদের ঘিরে ধরে। ‘অশালীন’ আচরণের অজুহাত দেখিয়ে দু’জনকে গালিগালাজ করতে থাকে। অস্ত্র দেখিয়ে জোর করে খুলে নেওয়া হয় তাঁদের জামাকাপড়। ততক্ষণে আরও ছ’জন জওয়ান সেখানে পৌঁছে যায়। মোবাইল ফোনে ছবি, ভিডিও তুলতে থাকে অভিযুক্তরা। পরদিনই ইন্টারনেটে ছড়িয়ে যায় ছবিগুলি। বাধ্য হয়ে রাজ্যের একটি মহিলা সংগঠনের সাহায্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তরুণী।
পুলিশ জানায়, অভিযুক্তরা রিজার্ভ ব্যাটালিয়নের জওয়ান। তাদের মধ্যে টি সোনলিয়ানহাউ টুংডোম, নেংসুয়ানমুং, থিয়াম চৌবা সিংহ ও নিংথৌজাম দোকেন্দ্র সিংহ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিণী তাঁদের শনাক্ত করেছেন। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
দিন পাঁচেক আগে ইম্ফল জেলা আদালত ধর্ষণের দায়ে রিজার্ভ ব্যাটালিয়নের দুই জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তা ছাড়া, সম্প্রতি মহাত্মা গাঁধী অ্যাভিনিউয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে এক সিআরপি জওয়ানকে গ্রেফতার করা হয়। |
|
|
|
|
|