নেই পর্যাপ্ত নলকূপ, নালিশ বাসিন্দাদের
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এলাকায় যথেষ্ট নলকূপ না থাকার অভিযোগ তুলে মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে সমস্যা সমাধানের আর্জি জানালেন বাসিন্দারা। সোমবার কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে একটি ক্লাবের তরফে কালনার মহকুমাশাসককে লিখিত অভিযোগ জানানো হয়। স্থানীয় বাসিন্দাদো অভিযোগ, গ্রামে ৭টি পানীয় জলের সরকারি নলকূপ রয়েছে। কিন্তু এর মধ্যে ৫টিই খারাপ। সামনেই রমজান মাস। নলকূপগুলি মেরামত না করা হলে অসুবিধায় পড়বেন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত গ্রামের মানুষ। এ ছাড়া তাঁরা আরও জানান, পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়েছে ২৫ জুন। ফলে এলাকাবাসী মৃত্যুকালীন শংসাপত্র, হাসপাতাল থেকে পরিষেবা পাওয়ার শংসাপত্র পাচ্ছেন না। গ্রামের সেলিম শেখ বলেন, “নলকূপের সমস্যা ছাড়াও গ্রামে নিকাশি নালাগুলির অবস্থাও খারাপ। সংস্কার না হওয়ায় নোংরা উপচে পড়ছে সেখানে।” অবিলম্বে বিষয়গুলি নজর দেওয়ার জন্য মহকুমাশাসকের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, “পঞ্চায়েত কর্মীরা এলাকাবাসীদের শংসাপত্র দিতে পারবেন। নলকূপ এবং নিকাশি নালার বিষয়টি কালনা ১ ব্লকের বিডিও-কে দেখতে বলা হয়েছে।”
|
চুরির অভিযোগে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মুম্বইয়ের ইউ পি রোড পুলিশ স্টেশন এবং কালনা থানার যৌথ উদ্যোগে রবিবার এক যুবককে গ্রেফতার করা হল। পুলিশ জানায়, ধৃতের নাম বাদশা শেখ। বাড়ি কালনা ২ ব্লকের কৈলাশপুর গ্রামে। ওই যুবক মুম্বইয়ে একটি অলঙ্কারের দোকানে কাজ করত বলে জানিয়েছে পুলিশ। দোকানের মালিক সম্প্রতি মুম্বইয়ের ইউ পি রোড পুলিশ স্টেশনে অভিযোগ জানান, তাঁর ২৫ লক্ষ টাকার সোনার গয়না খোওয়া গিয়েছে এবং এই ঘটনায় জড়িত বাদশা-সহ দু’জন। সোমবার ধৃতকে কালনা আদালতে তোলা হয়। বিকেলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে তাকে মুম্বই নিয়ে যায় পুলিশ।
|
তৃণমূলের পতাকা ফেলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
তৃণমূলের পতাকা মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। কালনা ১ ব্লকের সিমলন-আটঘোড়িয়া পঞ্চায়েতের মছলন্দপুর গ্রামের ঘটনা। গ্রামের তৃণমূল কর্মীদের দাবি, প্রচারের জন্য লাগানো বেশ কিছু দলীয় পতাকা সোমবার সকালে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। জেলা পরিষদের প্রার্থী তথা তৃণমূল নেতা শান্তি চাল বলেন, “এই ঘটনার নেপথ্যে রয়েছে সিপিএম। এর আগে গুপ্তিপুর, উতরা, বড় স্বরাজপুর গ্রামে একই ঘটনা ঘটেছে। ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে।” সিপিএমের কালনা উত্তর লোকাল কমিটি অবশ্য দাবি করেছে, এই ঘটনায় তাদের কেউ যুক্ত নয়।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। রবিবার বর্ধমানের নলা আর গলসির বেলগ্রামের মাঝে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম আবু তাহের শেখ (৬০)। বাড়ি বর্ধমানের চাণ্ডুলে। আবু সাহেবকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও রাতে সেখানেই মারা যান তিনি। গাড়িটির খোঁজ করছে পুলিশ।
|
বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার বিকেলে কুলটির লিথুড়িয়া রোডের সোদপুর ওয়ার্কশপের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অশোক দত্ত (৫০)। জখম হয়েছেন তাঁর সঙ্গীও।
|