বিয়েবাড়ি যাওয়ার পথে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার রাত ৯টা নাগাদ হেমায়েতপুরের কাছে নিচু চাপাহাটিতে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, দাঁইহাটের চরপাতাইহাট গ্রামের বাসিন্দা রাজু মণ্ডলের সঙ্গে কালনার জিউধারার বাসিন্দা বিপুল সরকারের মেয়ের বিয়ে উপলক্ষে পাঁচটি গাড়িতে প্রায় চল্লিশ জন বরযাত্রী কালনা যাচ্ছিলেন। রাত ৯টা নাগাদ নিচু চাপাহাটিতে বরযাত্রীর একটি গাড়ির সঙ্গে একটি ম্যাটাডরের ধাক্কা লাগে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, এসটিকেকে রোড ধরে কালনা থেকে কাটোয়াগামী একটি আলুবোঝাই ম্যাটাডর বরযাত্রীদের গাড়িটিকে ধাক্কা মারে।
|
পুলিশের অনুমান, বৃষ্টির জন্য রাস্তা পিছল থাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে দু’টি গাড়িই রাস্তা থেকে ছিটকে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরের কাকিমা রীনা মণ্ডল (৪২) এবং গাড়ির চালক বিনয় মণ্ডলের (২৪)। গুরুতর জখম অবস্থায় হররে পিসি মনখুশী মণ্ডল এবং ভাইপো আনন্দ মণ্ডলকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকি আহতদের কাটোয়া হাসপাতালে ভর্তি। নবদ্বীপ থানার আইসি তপনকুমার মিশ্র জানান, দেহদু’টি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। বরের ভাই মুকুল মণ্ডল বলেন, “বিয়ে কোনওরকমে শেষ হয়েছে। তবে এই অবস্থায় বৌভাতের অনুষ্ঠান হচ্ছে না।” |