ভোরে আচমকা আগুন লেগে পুড়ে গেল বেশ কিছু কম্পিউটার, কেমিক্যাল ও জরুরি নথি। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা গবেষনাগারের ঘটনা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন গোলাপবাগের ওই গবেষণাগারের দোতলার জানালা দিয়ে প্রচুর ধোঁয়া বেরোতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁরাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দমকলে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ও আইনস্টাইন রিসার্চ হস্টেল থেকে ছাত্র ও গবেষকেরা ছুটে যান। ঘর খুলে দেখা যায়, পুরো পরীক্ষাগারই আগুনের গ্রাসে। দ্রুত তাঁরা বাথরুম থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বিশেষ লাভ হয় না। ততক্ষনে দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
|
বিশ্ববিদ্যালয়ের গবেষক অভীক সিংহ মহাপাত্র, অরুনকান্তি গুঁই ও দেবব্রত বিশ্বাস বলেন, “আগুনে দু’টি আলমারি ভর্তি কেমিক্যাল নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে পাঁচটি কম্পিউটার-সহ রিসার্চ গাইডদের বিশ্রাম কক্ষ। আরও প্রচুর ক্ষতি হয়েছে। অনেক নথিপত্র পুড়েছে যেগুলি ফের উদ্ধার করা শক্ত।” রেজিষ্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় বলেন, “আগুন লাগার সঠিক কারন জানা জায়নি। তবে সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বিভাগের তরফে যে ক্ষয়ক্ষতির তালিকা পেয়েছি, তাতে ক্ষতির বহর প্রায় ২৫ লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে অনুমান।” সকাল ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকারও এসে দগ্ধ পরীক্ষাগার ঘুরে দেখেন। |