টুকরো খবর
কর্মীসভায় পুলিশের সমালোচনা
পুলিশের একাংশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুললেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। কোচবিহার রাজ্যের দাবি ঘিরে গ্রেটার আন্দোলন, শিলদা ক্যাম্পে হামলা থেকে খিদিরপুরে পুলিশ খুনের মত একাধিক উদাহরণ তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। রবিবার তুফানগঞ্জে পঞ্চায়েত ভোট উপলক্ষে বামফ্রন্টের কর্মী সভায় সিপিএমের এই পলিটব্যুরো সদস্য যোগ দেন। রমজান মাসে ভোটের দিন ধার্য্য হওয়ার জন্যও রাজ্য সরকারকে দায়ী করেন নিরুপমবাবু। গ্রেটার কোচবিহার আন্দোলন ঘিরে পুলিশ কর্মী খুনে অভিযুক্তদের মুক্তি দেওয়া নিয়েও রাজ্যর ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন নিরুপমবাবু। তাঁর কথায়, “গ্রেটার আন্দোলনে পুলিশ খুন হয়। ওই ব্যাপারে যাদের গ্রেফতার করা হল সরকার তাদের মুক্তি দিয়েছেন।” স্থানীয় বাসিন্দাদের পাশে পেতেও এ দিন সভায় সওয়াল করেন নিরুপম। তিনি বলেন, “আমরা সব কাজ করতে পারিনি। আমাদের কারও আচরণে কেউ ক্ষুব্ধও হন। এতে যাঁরা পরিবর্তন চেয়েছিলেন তাঁরা অন্যায় করেননি। সেই সব মানুষকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। গত দুই বছরের সরকারের কাজ দেখেই মানুষ বুঝতে পারছেন কী হচ্ছে! রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও মহিলা নিগ্রহে এ রাজ্য শীর্ষে।” জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “জেলায় ১২৬টি আসনে তৃণমূল বিনা লড়াইয়ে জিতেছে। ৭৪টি আসন তুফানগঞ্জে। ভয়ঙ্কর সন্ত্রাস না হলে এটা হত না।” পরে বক্সিরহাটেও একটি সভায় যোগ দেন নিরুপমবাবু। পুলিশের ভূমিকা নিয়ে সিপিএমের বক্তব্য উড়িয়ে তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাম আমলে পুলিশকে লাল শালু পরিয়ে রাখাছিল। এখন পুলিশ নিরপেক্ষ কাজ করছে। ভিত্তিহীন কথা বলে লাভ নেই।”

কিশোরীকে ধর্ষণে তদন্ত
এক কিশোরী অপহরণ করে ধর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। গত সপ্তাহের মঙ্গলবারে ইসলামপুরের রামগঞ্জের এক কিশোরী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। গত শুক্রবার কিশোরীকে বিহারের পুটিয়া থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি তাকে মাদক খাইয়ে অপহরণ করে বিহারে নিয়ে যায় বলে অভিযোগ। বিহারের পুটিয়া গ্রামের এক বাড়িতে রেখে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে বিহারের পুটিয়া থেকে অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ওই কিশোরীর থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে। তাকে এমন মাদক খাওয়ানো হয় যাতে, তার বোধ-বুদ্ধি সাময়িক ভাবে শিথিল হয়ে যায়। তাই ওকে কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল বুঝতে পারেনি।” কিশোরীটি মঙ্গলবার নিখোঁজ হলেও চার দিন আগে কেন পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়নি তা দেখছে পুলিশ। যে ভাবে কিশোরীকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, তাতে ঘটনায় ধৃত ছাড়া আরও কয়েক জন জড়িত বলে পুলিশ মনে করছে।

জুলাইয়ে ফর্ম বিলি
পাঠক্রম চালু করতে জুলাই মাস থেকে ভর্তির ফর্ম বিলি করবে কোচবিহার মণীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ভূগোল ও হিন্দি বিষয়ে ভর্তির ফর্ম দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আগ্রহীরা ফর্ম ‘ডাউনলোড’ করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ১৫ জুলাই পর্যন্ত ফর্ম তোলার পাশাপাশি জমা দেওয়া যাবে। ৫ অগস্ট ভর্তির প্রথম তালিকা প্রকাশ করে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে ক্লাস চালুর পরিকল্পনার কথা মাথায় রেখে অতিথি শিক্ষকদের তালিকা তৈরির প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে। মণীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায় বলেন, “১ জুলাই থেকে ফর্ম বিলির সিদ্ধান্ত চূড়ান্ত। ক্লাস শুরুর চেষ্টা চলছে। স্থায়ী শিক্ষক না পাওয়া পর্যন্ত নানা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত, আগ্রহী শিক্ষকদের দিয়ে ক্লাস করার বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে।”

নিষিদ্ধপল্লির কাছে উদ্ধার চার মহিলা
ইসলামপুর শহরে নিষিদ্ধপল্লি এলাকা থেকে চার মহিলাকে উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে ওই এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ জানায়, এ দিন গভীর রাতে ওই এলাকা দিয়ে ঘোরাফেরা করছিলেন চার মহিলা। পুলিশ সূত্রে খবর, মহিলাদের জেরা করে জানা যায়, তাঁরা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। মহিলাদের দাবি, শিলিগুড়ি যাওয়ার জন্য তাঁরা ভুল বাসে উঠে পড়ায়, ইসলামপুরে নেমে পড়তে বাধ্য হন। এই প্রসঙ্গে ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান রবিবার বলেছেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

বিমানের অভিযোগ
শাসক তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে মালদায় সন্ত্রাস সৃষ্টি করছে কংগ্রেস, রবিবার মালদহে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দক্ষিণবঙ্গে যে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে তৃণমূল, তারই প্রভাব পড়েছে মালদহে। তিনি এদিন বলেন, “কালিয়াচক, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়ায় সিপিএম কর্মী খুন হচ্ছেন। তৃণমূলের সন্ত্রাসের বড় প্রমাণ মালদহে ৪৮টি গ্রাম পঞ্চায়েত ও ৫টি পঞ্চায়েত সমিতি আসনে কোনও দল প্রার্থী দিতে পারেনি।”

হুল দিবস পালন
সাঁওতাল বিদ্রোহের স্মরণে রবিবার বালুরঘাট রবীন্দ্রভবনে পালিত হলো হুল দিবস। জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতরে এক অনুষ্ঠানে আদিবাসী নাচ গান ও আলোচনাচক্রের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.