বিজেপি-র পঞ্চায়েত সমিতির প্রার্থী নৃপেন মণ্ডল খুনের ঘটনায় গ্রেফতার হল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি) এক নেতা অজয় সরকারকে। মালদহ জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ধৃত অজয় সরকার কেপিপি-র গাজল অঞ্চল সভাপতি। ১৬ জুন হবিবপুরে জাজইলে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী নৃপেনবাবুকে খুন করা হয়। এ দিন ধৃতের কাছ থেকে একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে। বিজেপি প্রার্থীকে খুন করার আগের দিন কেএলও জঙ্গি মালখান সিংহে নির্দেশে অজয় লোকজনকে একত্রিত করেন বলে পুলিশ সুপারের দাবি। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারিক তার জামিন নাকচ করে ১৪ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন।
শনিবার রাতে হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পুলিশ অজয় সরকার নামে এক কেপিপি নেতাকে গ্রেফতার করেছে। মালদহ জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ধৃত অজয় সরকার কেপিপির গাজল অঞ্চল সভাপতি। গত ১৬ জুন হবিবপুরে জাজইলে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী নৃপেন মন্ডলকে খুনের সঙ্গে তিনি যুক্ত। ধৃতের কাছ থেকে একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে। বিজেপি প্রার্থীকে খুন করার আগের দিন কেএলও জঙ্গি মালখান সিংহে নির্দেশে অজয় সরকার লোকজনকে একত্রিত করেন বলে পুলিশ সুপারের দাবি। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারিক তার জামিন নাকচ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) জঙ্গিদের নাম করে সরকারের উদ্দেশ্যে ‘হুমকি’ দেওয়া একটি ই-মেল নিয়েও তদন্তে নেমেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে এর কথা জানতে পারে পুলিশ।
পুলিশ সূত্রে জানা দিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশের কাছে পাঠানো ইমেলে মালদহে মালখান সিংহকে খুঁজতে পুলিশি তল্লাশি এবং তাঁর পরিবারের সদস্যদের জেরার বিষয়টি উল্লেখ রয়েছে। ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি মত এলাকায় বেশ কিছু ব্যক্তিকে কেএলও সন্দেহে গ্রেফতারের প্রতিবাদ করা হয়েছে। এই ধরনের ‘পুলিশি অত্যাচার’ হলে প্রত্যাঘাতের হুমকি দেওয়া হয়েছে।
যাঁর নামে চিঠি, তিনি শ্যাম রায়। ভুটানে সেনা অভিযানে সংগঠনের আত্মসর্মপণকারী ভাইস চেয়ারম্যান টম অধিকারীর ঘনিষ্ট শ্যামকে সম্প্রতি কমান্ডার-ইন-চিফ করেছে কেএলও। ই-মেলটি প্রকাশ্যে আসতেই উত্তরবঙ্গ জুড়ে বাড়তি সর্তকতার নিদেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মালদহের গাজলে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার পেছনেও কেএলও যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১৮ জুন রাজ্য গোয়েন্দা দফতর মালখান সিংহ, তরুণ থাপা এবং নিলম্বর রাজবংশীর নাম দিয়ে একটি সতর্ক বার্তাও উত্তরবঙ্গের পুলিশ কর্তাদের পাঠিয়েছে। সেখানে কেএলও জঙ্গি অস্ত্র কেনার অপহরণ, তোলাবাজির চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।
হুমকি-চিঠির বিষটি জানার পরে সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি জেলার অসম এবং ভুটান সীমান্তবর্তী এলাকায়। জেলার বিভিন্ন সেতু এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মালদহ ও জলপাইগুড়ির নানা এলাকায় জোর তল্লাশি শুরু হয়েছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “জেলা প্রশাসনকে সরাসরি চিঠি পাঠানো হয়নি। তবে কোনও রকম ঝুঁকি না নিয়েই জেলা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি শুরু হয়েছে।” |