টুকরো খবর |
নয়াগ্রামে ধৃত কংগ্রেস প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে এক কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নয়াগ্রাম থানার ডাহি গ্রামে ঘটনাটি ঘটে। ধৃত অমল দোলাই ডাহি বুথের কংগ্রেস প্রার্থী। তৃণমূলের অভিযোগ, শনিবার বিকেলে ডাহি গ্রামে অমলবাবুর নেতৃত্বে কংগ্রেসের লোকজন দলীয় কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। কাটারির কোপে গুরুতর জখম হন দিলীপ দাস নামে এক তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অমলবাবুকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অমলবাবুকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দ দিন জেলহাজতের নির্দেশ হয়।
কংগ্রেসের নয়াগ্রাম ব্লক সভাপতি অসিত দাসের অবশ্য দাবি, “শনিবার দিলীপবাবুর নেতৃত্বে তৃণমূলের লোকজনই আমাদের পতাকা খুলে পালাচ্ছিল। অমলবাবু বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে গিয়ে তিনি প্রতিরোধ করেছিলেন। ওই সময় দিলীপবাবু তাঁর নিজের হাতে থাকা কাটারির ঘায়ে জখম হন।” অসিতবাবুর আরও অভিযোগ, “পরিকল্পিত ভাবে কংগ্রেস প্রার্থীদের জেলবন্দি করে রাখার উদ্দেশ্যে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী অনুপম দোলাই-এর বিরুদ্ধেও খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ডাহি গ্রামে কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপরে হামলা চলছে। পুলিশ আমাদের অভিযোগ নেয়নি।” তৃণমূলের নয়াগ্রাম ব্লক সভাপতি উজ্জ্বল দত্তের পাল্টা অভিযোগ, “রাজনৈতিক আক্রোশে কংগ্রেস-সিপিএম জোট আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।”
|
সব্জি চাষে ক্ষতির আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
টানা দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে জেলায়। বৃষ্টিপাতের পরিমাণ ২৪ মিলিমিটার। ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিতে সব্জি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি দফতর জানিয়েছে, যদি মাঠে জল জমে যায়, তাহলে সব্জির ক্ষতি হবে। যাঁরা দেরিতে তিল লাগিয়েছিলেন, সমস্যায় পড়বেন তাঁরা। ক্ষতির আশঙ্কা রয়েছে বাদামেরও। তবে আউস ধান চাষের পক্ষে এই বৃষ্টি খুবই উপকারী। এই সময় জেলার বিভিন্ন প্রান্তে জোরকদমে আউস ধানের চাষ শুরু হয়েছে।
|
খালে মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিয়ার বালুঘাটায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে এলাকার লোকেরা হলদি নদীর খালে দেহটি ভাসতে দেখে তা ভবানীপুর থানায় জানান। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির হাতে ‘সয়োজা কামিল্যা’ লেখা ছিল। |
|