|
|
|
|
শিলাবতীর জল বাড়ছে, উদ্বেগ ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছিল। তার উপরে নিম্নচাপের জেরে শনিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শিলাবতী, কেঠে, কংসাবতী-সহ পশ্চিম মেদিনীপুরের নদীগুলিতে জল ক্রমশ বাড়তে থাকায় বন্যাপ্রবণ ঘাটালের বাসিন্দারা আতঙ্কিত। এমনিতেই নিকাশিনালাগুলি বুজে যাওয়ায় শহরের মধ্যে জল জমতে শুরু করেছে। ঘাটালের নতুন পুরপ্রধান বিভাস ঘোষ বলেন, “রবিবার সকাল থেকেই নিকাশিনালা সংস্কারের কাজ চলছে। দু’তিন দিনের মধ্যেই পুরএলাকার সমস্ত নিকাশি নালাগুলি সংস্কার করার চেষ্টা চলছে। পাম্প চালিয়ে জমা জল শিলাবতী নদীতে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।” |
|
জল ঠেলে। ঘাটালে নিজস্ব চিত্র। |
তবে, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসন। কারণ শিলাবতী দিয়ে অতিরিক্ত ওই জল এসে ঘাটালে উপচে পড়ে। ঘাটালের বিডিও দেবব্রত রায় বলেন, “আমরা খোঁজ খবর রাখছি। ঘাটালের বিভিন্ন এলাকা ফের জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা রয়েইছে। ফলে আগে থেকে আমরা প্রস্তুত রয়েছি। নৌকার ব্যবস্থা করা হয়েছে।”
এ দিকে, সামনে পঞ্চায়েত ভোট। বৃষ্টি হলে ভোট কি ভাবে হবে তা নিয়েও চিন্তায় পড়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “শহর-সহ মহকুমার অধিকাংশ এলাকাই সামান্য বৃষ্টিতে ডুবে যায়। আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। কিন্তু জল খুব বেশি বেড়ে গেলে সমস্যায় পড়তে হবে।” |
|
|
|
|
|