আইএমজি রিলায়্যান্সের টুর্নামেন্ট নিয়ে ডেম্পো প্রধান শ্রীনিবাস ডেম্পোর মন্তব্যে হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আই লিগের ক্লাবগুলোর মধ্যেই।
রবিবার ডেম্পো এফসি’র প্রধান শ্রীনিবাস সরাসরি বলে দিয়েছেন, “আইএমজি এই টুর্নামেন্ট করলে ভারতীয় ফুটবলের লাভ হবে। এমনকী টুর্নামেন্ট দেখতে প্রচুর লোক মাঠেও আসবে। তবে ক্লাবগুলোকে বাদ দিয়ে এগোতে গেলে কখনওই আইএমজি রিলায়্যান্স সাফল্য পাবে না।”
শ্রীনিবাস ডেম্পোর এই মন্তব্যকে কেন্দ্র করেই ক্লাব-জোটে ভাঙন দেখা দিয়েছে। কোনও কোনও ক্লাব-কর্তা ডেম্পো প্রধানের মতোই সুর নরম করে ঝুঁকেছেন আইএমজি টুর্নামেন্টের দিকেই। আবার চিরাগ তন্নার মতো অনেকেই এখনও এই টুর্নামেন্টের তীব্র বিরোধিতা করছেন।
পুণে এফসি’র শীর্ষকর্তা ও ক্লাব-জোটের সচিব চিরাগ তন্নাকে ফোনে ধরা হলে তিনি পরিষ্কার বলে দিলেন, “কে কী বলছে আমার জানা নেই। তবে আমি মনে করি না, দু’মাসের কোনও টুর্নামেন্ট করে ভারতীয় ফুটবলের আখেরে কোনও লাভ হবে! এই টুর্নামেন্ট করার কী কারণ, সেটাই তো আমাদের কাছে পরিষ্কার নয়।”
ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য শ্রীনিবাস ডেম্পোকে পূর্ণ সমর্থন করছেন। তিনি বললেন, “আমি শ্রীনিবাস ডেম্পোর সঙ্গে একমত। ক্লাবকে বাদ দিয়ে কোনও টুর্নামেন্ট সাফল্য পেতে পারে না। আইএমজি যে টুর্নামেন্ট করছে সেটা সাফল্য পাবে কি না সে কথা তো সময় বলবে। তবে বিশ্ব ফুটবলেও কোনও সংগঠনই ক্লাবকে বাইরে রেখে কোনও টুনার্মেন্ট করে না। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়া উচিত নয়।”
সালগাওকরের সচিব ও ক্লাব-জোটের সভাপতি রাজ গোমস অবশ্য চিরাগ তন্নার সুর টেনেই এ দিন বলছিলেন, “এ ভাবে হঠাৎ করে কোনও পরিকল্পনা ছাড়া কোনও টুর্নামেন্ট করে ফেললেই তো হল না! সব কিছুরই নির্দিষ্ট একটা পদ্ধতি থাকে। আইএমজি যে ঠিক কী করতে চলেছে, সেটাই তো এখনও পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা তো বুঝতেই পারছি না কী ভাবে কী টুর্নামেন্ট হবে!”
মোহনবাগান কর্তারা অবশ্য ক্লাব- জোটের সিদ্ধান্তের দিকেই চেয়ে রয়েছে। সবুজ-মেরুনের অর্থ-সচিব দেবাশিস দত্ত বললেন, “ক্লাব- জোটের সিদ্ধান্ত মেনেই আমরা চলছি। ভবিষ্যতে ক্লাব- জোট যা ঠিক করবে, আমরাও তাই করব।” |