ফোর্স ইন্ডিয়ার আট পয়েন্ট
চাকা-বিভ্রাটের রেসে জিতলেন রোজবার্গ
ব্রিটিশ গ্রাঁ প্রি-র জন্য অস্কার পুরস্কারের দাবি উঠল রবিবার!
ফর্মুলা ওয়ান প্রেমীদের একটা বড় অংশের দাবি, এ বছরের সেরা খলনায়কের অস্কারের জন্য রবিবারের রেসের টায়ারের বাইরে আর কোনও দাবিদার থাকা সম্ভবই নয়! একটা রেসে যদি তিন জন চলকের গাড়ির পিছনের দিকের বাঁ-চাকা ট্র্যাকের প্রায় এক জায়গায় এসে একই ভাবে ফাটে, তা হলে চাকা এবং চাকা প্রস্তুতকারক সংস্থাকে তো কাঠগড়ায় দাঁড়াতেই হয়। রবিবারের ব্রিটিশ গ্রাঁ প্রি-র শেষে ফর্মুলা ওয়ানের চাকা প্রস্তুতকারক পিরেলির ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। দিনের শেষে তাই মার্সিডিজের নিকো রোজবার্গের মরসুমের দ্বিতীয় জয়, সেবাস্তিয়ান ভেটেলের ছিটকে যাওয়া, রেস জুড়ে নাটকীয় উত্থান-পতন, ফোর্স ইন্ডিয়ার দুই চালকের দুরন্ত লড়াই করে আট পয়েন্ট আনাসব ছাপিয়ে আলোচনায় শুধুই চাকা এবং চালকদের নিরাপত্তা।

বাঁচল না হ্যামিল্টনের গাড়ির চাকাও। রবিবার। ছবি: রয়টার্স
দিনের প্রথম নাটকীয় উপাদান অবশ্য দিল ফোর্স ইন্ডিয়াই। যোগ্যতা পর্বে নিয়মের থেকে হাল্কা গাড়ি চালানোর পেনাল্টি হিসাবে ভারতীয় দলের পল ডি রেস্টাকে গ্রিডের একেবারে পিছন থেকে রেসে নামার নির্দেশ দেওয়া হয়। তবু নবম স্থানে শেষ করে দু’পয়েন্ট আনলেন স্কটিশ ছেলে। আদ্রিয়ান সুটিল আবার একটা সময় তৃতীয় স্থান দখল করে সাড়া ফেলেন। কিন্তু শেষের দিকে ফের্নান্দো আলোনসো, লুইস হ্যামিল্টন, কিমি রাইকোনেনের মতো তিন প্রাক্তন চ্যাম্পিয়নের সঙ্গে ওভারটেকিং যুদ্ধে যুঝতে না পেরে সপ্তম স্থানে শেষ করলেন ছ’পয়েন্ট-সহ।
উইম্বলডনে অ্যান্ডি মারেদের ছুটির দিনে অবশ্য ব্রিটেনবাসীর সব আগ্রহ ছিল ঘরের রেসে পোল পাওয়া লুইস হ্যামিল্টনকে নিয়ে। মারে নিজেও রেসের শেষে টুইট করেন, “গ্রেট স্টাফ ফ্রম হ্যামিল্টন অ্যান্ড আলোনসো।” তবে মারে যা-ই বলুন, চাকা বিভ্রাটে হ্যামিল্টনকে চতুর্থ হতে দেখে ব্রিটিশদের হতাশা নিয়েই ফিরতে হল। ঘটনার সূত্রপাত অষ্টম ল্যাপে। রেস লিড়ার হ্যামিল্টনের গাড়ির চাকা আচমকাই ফেটে যায়। কোনওক্রমে পিট লেনে ফিরেছেন, ঠিক তখন একই কাণ্ড ঘটে ফেরারির ফিলিপে মাসার। এবং পনেরো ল্যাপে টরো রোসোর জঁ-এরিক ভেঙ্গের। প্রত্যেক দল চালকদের নির্দেশ পাঠায়, সাবধানে চালাও। এই সময় সবার আগে ছিলেন ভেটেল। তাঁর পিছনে রোজবার্গ। দশ ল্যাপ বাকি থাকতে গিয়ার বক্স ভেঙ্গে ভেটেল ছিটকে যাওয়ায় একে চলে আসেন রোজবার্গ। শুরুতেই দুর্ঘটনায় পড়া সত্ত্বেও দ্বিতীয় স্থানে শেষ করলেন মার্ক ওয়েবার। অন্য দিকে নবম স্থান থেকে শুরু করে তৃতীয় হলেন ফের্নান্দো আলোনসো।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.