টুকরো খবর |
ব্যাঙ্ক পরিষেবায় সমস্যা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসারদের মেদিনীপুর সার্কেলের ত্রিবার্ষিক সম্মেলন হল শহরের জেলা পরিষদ হলে। শনিবারের সম্মেলনে ৯ জনের একটি কমিটি হয়েছে। সম্পাদক হয়েছেন বিজয়েশ ঘোষ। সভাপতি অশোক সিংহ। ব্যাঙ্কের বিভিন্ন সমস্যা নিয়েও সম্মেলনে আলোচনা হয়। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেদিনীপুর সার্কেলের মধ্যে রয়েছে দুই মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা। তিনটি জেলায় ব্যাঙ্কের মোট ৭৪টি শাখা রয়েছে। তার মধ্যে ৭০টিতেই ম্যানেজারের পদ শূন্য! নব নির্বাচিত সম্পাদকের কথায়, “এত কম সংখ্যক আধাকারিক নিয়েও আমরা ব্যাঙ্কের আয় বাড়াতে সক্ষম হয়েছি। কিন্তু এ ভাবে তো বেশিদিন চলতে পারে না। মানুষকে আরও ভাল পরিষেবা দিতে, ঋণ দানের হার বাড়াতে সব শাখায় ম্যানেজার ছাড়াও ১৮ জন সিনিয়ার ম্যানেজার প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মেলনে।” এ ছাড়াও সুষ্ঠু বদলি নীতির দাবিও উঠেছে সম্মেলনে। অন্য জেলা থেকে জঙ্গলমহলে বদলি করা হলে আধিকারিকেরা কাজে যোগ দিচ্ছেন না বলে অভিযোগ। আবার জঙ্গলমহলের আধিকারিকেরা জঙ্গলমহলে থাকতে চাইলেও তাঁদের রাখা হচ্ছে না। অন্যত্র বদলি করে দেওয়া হচ্ছে। ফলে বহু পদ শূন্য হয়ে যাচ্ছে। পরিষেবায় সমস্যা হচ্ছে। বিজয়েশবাবু বলেন, “আমরা সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের কাছে দাবি জানাব।” সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাহা, চেয়ারম্যান নিরঞ্জন যোগানিয়া ও কার্যকরী সভাপতি অজয় জেটলি।
|
খুনে ব্যবহৃত কাটারি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বৃদ্ধা খুনের ঘটনায় ধৃতের কাছ থেকে খুনে ব্যবহৃত কাটারি উদ্ধার হল। হেফাজতে থাকাকালীন ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিশ হয়। তখনই কাটারির খোঁজ মেলে।
গত ২৭ মে সকালে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা রঞ্জনা সেনগুপ্ত নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। দেহে ও হাতে ধারাল অস্ত্রের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়, এটি খুন। ওই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। সঙ্গে একজন পরিচারিকা। খুনের পর দেখা যায়, বাড়ি থেকে কিছুই খোওয়া যায়নি। পরিচিত কোনও ব্যক্তি পুরনো রাগ থেকে এই কাজ করতে পারে, এমনটা ধারণা করেই তদন্ত শুরু করে পুলিশ। পরে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাভেল ত্রিপাঠী নামে একজনকে গ্রেফতার করা হয়। ওই বৃদ্ধার ছোট মেয়ের সঙ্গে পাভেলের বিয়ে হয়েছিল। পরে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পাভেলের বাড়ি মেদিনীপুর শহরে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষে রবিবার ধৃতকে মেদিনীপুর আদালতে হাজির করা হয়েছিল। ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়েছে। |
পুরনো খবর: খড়্গপুরে বৃদ্ধাকে খুন
|
স্কুলের মাঠ বাঁচাতে জেলাশাসকের দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভোটের জন্য মোরাম ফেলে স্কুলের মাঠ নষ্ট করা হচ্ছে। অভিযোগ জানিয়ে ও সমস্যার সুরাহা তেয়ে জেলাশাসকের দফতরে চিঠি পাঠাল বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন।
ডেবরা ব্লকের বালিচক হাইস্কুল মাঠে ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি) তৈরি হচ্ছে। নির্বাচনের জন্য প্রতি ব্লকেই এমন সেন্টার তৈরি হয়। এখান থেকে ভোটকর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথে যান। ভোট শেষে ফিরে আসেন। বালিচকের চারটি ক্লাবের উদ্যোগে স্পোর্টস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। অ্যাসোসিয়েশনের বক্তব্য, এ ভাবে মোরাম ফেলা হলে মাঠটি খেলাধুলোর অনুপযুক্ত হয়ে পড়বে। অথচ, মাঠে বিভিন্ন টুর্নামেন্ট হয়। রবিবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, জেলাশাসকের দফতরে প্রতিবাদপত্র পাঠানোর পরেও পরিস্থিতি না পাল্টালে আন্দোলন হবে। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে, মাঠটি যাতে খেলার অনুপযুক্ত না হয়, নজর রাখা হবে।
|
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মহিলা সব্জি বিক্রেতার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। খড়্গপুর লোকাল থানার পানাশিউলির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সব্জি বিক্রেতা ওই মহিলাকে যুবকটি কুপ্রস্তাব দিয়েছিল। মহিলা রাজি হননি। তারপরই ছেলেটি তাঁর হাত ধরে টানাটানি করে। মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। রবিবার মেদিনীপুর আদালতে ধৃতের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।
|
সংগঠন বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর প্রায় আড়াইশো সদস্য যোগ দিলেন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনে। ‘ল্যান্ড অ্যান্ড ল্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের সদস্যরাই রবিবার কালেক্টরেটে ইউনিফায়েড কার্যালয়ে সংগঠন বদল করেন। ছিলেন সংগঠনের রাজ্য কোর কমিটির চেয়ারম্যান মৃগেন মাইতি। জেলার আহ্বায়ক অরুণকান্তি প্রতিহার বলেন, “এতে সংগঠন শক্তিশালী হল।”
|
গাঁজা-সহ ধৃত |
গাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। শনিবার বিকেলে ডেবরা থেকে গাড়িটি আটক করা হয়। গ্রেফতার করা হয় চালক শেখ মোর্তাজাকে। ডেবরা থেকে সবংয়ের দিকে যাওয়ার সময় লকগেটের কাছে গাড়িটি আটক করে পুলিশ। রবিবার মেদিনীপুর আদালত ধৃতকে জেল হেফাজতে পাঠায়। |
|