টুকরো খবর |
খড়্গপুরে বৃদ্ধাকে খুন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল খড়্গপুরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায়। মৃতের নাম রঞ্জনা সেনগুপ্ত (৬৫)। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের দেহে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা খুনের ঘটনা। কিন্তু কে খুন করল? পুলিশ জানিয়েছে, মালঞ্চ এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। সঙ্গে থাকতেন একজন পরিচারিকা। পুলিশ মৃতদেহ উদ্ধারের সময় অবশ্য পরিচারিকাকে পাননি। পুলিশের অনুমান, অপরিচিত কোনও দুষ্কৃতী চুরি, ডাকাতির উদ্দশ্যে এই কাজ করলে এভাবে বৃদ্ধাকে আঘাত করত না। কারণ, বৃদ্ধার যা অশক্ত শরীর ছিল তাতে আটকে রেখেই চুরি করতে পারত। তাছাড়াও বাড়ির সরঞ্জামও চুরি হত। কিন্তু বৃদ্ধাকে খুন করা হলেও বাড়ির কোনও জিনিসই খোওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। কোনও কিছুই অগোছালো বা অসংলগ্ন ছিল না। তাই পুলিশের অনুমান, কোনও পরিচিত ব্যক্তি পুরনো রাগ থেকে এই কাজ করতে পারে। এই ঘটনায় পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
বাড়ি ফিরলেন নিখোঁজ যুবতী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো এক যুবতীকে পুলিশের হাতে দিয়েছিলেন স্থানীয়রা। পরে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। সোমবার মেদিনীপুরের মহকুমাশাসক অমিতাভ দত্ত সেই যুবতীকে পরিবারের হাতে তুলে দেন। মেয়েটির বাড়ি হুগলির চুঁচুড়া থানার বালিকোটা গ্রামে। ১৩ এপ্রিল গড়বেতার রসকুণ্ডুর মেলায় বছর উনিশের ওই যুবতী উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিলেন। মেলা কমিটির সদস্যরাই পুলিশে খবর দেন। নিজের পরিচয় দিতে গিয়ে অসংলগ্ন কথা বলছিলেন ওই যুবতী। এ দিন পরিবারের সদস্যরা পরিচপত্র ছাড়াও আইনজীবীকে সঙ্গে এনেছিলেন। তারপরই মেয়েকে ফেরত পান তাঁরা।
|
ল্যান্ডমাইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ল্যান্ডমাইন উদ্ধার হল শালবনি থানার লক্ষণপুরের জঙ্গলে। সোমবার সকালে যৌথ বাহিনীর তল্লাশির সময় মাইনটি পাওয়া যায়। গোপন সূত্রে কেন্দ্রীয় বাহিনীর ৫০ নম্বর ব্যাটেলিয়ানের কাছে খবর আসে ওই জঙ্গলে ল্যান্ডমাইন পোঁতা রয়েছে। উদ্ধারের পর মাইনটি নিষ্ক্রিয় করা হয়। |
|