ভোটের জন্য নৌকা, ট্রাক্টর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভোটের সময়ে বর্ষণে বুথে জল জমার আশঙ্কায় একশো ট্রাক্টর ও দেড়শো নৌকা ভাড়া করল জেলা প্রশাসন। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “প্রবল বর্ষণ হলে মাইথন, পাঞ্চেত, তেনুঘাট জলাধার থেকে দামোদরের জল ছাড়তে পারে। তাতে গলসি, জামালপুর ও রায়নার কিছু এলাকায় জল ঢুকতে পারে। বেশ বৃষ্টি হলে জেলার কিছু নিচু এলাকায় জল জমে ভোটকর্মীদের বুথে যাওয়ায় বিঘ্ন ঘটতে পারে। এ কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে নানা ব্লকে ট্রাক্টর ও নৌকা সংগ্রহ করে রেখেছি।” জেলাশাসক আরও বলেন, “প্রতিটি ব্লক অফিসে ভোটের আগে খোলা হবে ডিষ্ট্রিবিউশন কাম কাউন্টি সেন্টার। সেখান থেকে ভোটকর্মীরা বিভিন্ন সরঞ্জাম নিয়ে বুথে যাবেন। জল জমতে পারে, এমন আশঙ্কায় এই ৩১টি কেন্দ্রও বালি ঢেলে ৯ ইঞ্চি উঁচু করে তৈরি করতে বলা হয়েছে। ছাদ থেকেও যাতে বৃষ্টির জল না পড়ে, সেই ব্যবস্থা রাখতে বলা হয়েছে।”
|
পৃথক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। শনিবার রাতে বর্ধমানের জি টি রোডের বেচারহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আর একটি ট্রাক ধাক্কা মারলে মৃত্যু হয় দাঁড়িয়ে থাকা ট্রাক চালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনীলকুমার পাণ্ডে (৩০)। বাড়ি কলকাতার মানিকতলায়। তিনি দুর্গাপুর থেকে হাওড়া যাচ্ছিলেন। অন্য একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিতা মালিক (২৯)। তিনি বাগিলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মেমারির মণ্ডলগ্রামের কাছে দেওরের মোটরবাইকে চেপে শুক্রবার রাতে ঝাঁপান মেলা দেখে ফিরছিলেন তিনি। পথে অন্য একটি মোটরবাইকের ধাক্কায় পড়ে জখম হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাতে মারা যান তিনি। |