এক রাতেই সাত চুরি, নেই কিনারা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একই রাতে সাতটি চুরি হল আসানসোল ও বার্নপুরে। আসানসোলের এসবি গড়াই রোড, আপকার গার্ডেন ও বার্নপুরের বেকারি রোডের ইস্কো আবাসন এলাকায় এই চুরিগুলি হয়েছে। গত সপ্তাহেই আপকার গার্ডেন এলাকায় এক প্রাক্ন অধ্যক্ষের বাড়িতে লুঠ চালায় দুষ্কৃতীরা। সাত দিন কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা। এরই মধ্যে আবার এতগুলি চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, সবক’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। |
তছনছ চিকিৎসকের বাড়ি।—নিজস্ব চিত্র। |
পুলিশ জানায়, আসানসোলের এসবি গড়াই রোডে সিআর পার্ক অঞ্চলে একটি বাড়িতে তালা ভেঙে লুঠ করেছে দুষ্কৃতীরা। গৃহকর্তা আশিস সরকার জানান, বুধবার তিনি বাড়ির তালা লাগিয়ে কলকাতায় গিয়েছিলেন। রাতে শোওয়ার জন্য পরিচিত এক জনকে বলেও যান। শনিবার রাতে ওই ব্যক্তি তাঁর বাড়িতে শুতে আসেননি। রবিবার সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙা দেখতে পেয়ে তাঁকে খবর দেন। তিনি আসানসোলে ফিরে এসে পুলিশকে জানান, আলমারি ভেঙে কয়েক হাজার নগদ টাকা-সহ গয়না ও বেশকিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
আপকার গার্ডেনে একটি মেসবাড়ির পাঁচটি ঘরে তালা ভেঙে এ দিন চুরি হয়। বাড়ির মালিক দীপককুমার ভাদুড়ি রবিবার সকালে তা জানতে পেরে পুলিশে খবর দেন। দীপকবাবু পুলিশকে জানান, শনিবার রাতেই ওই মেসবাড়ির আবাসিকেরা সপ্তাহান্তে বাড়ি গিয়েছেন। এই রাতেই একই এলাকার এক চিকিৎসকের চেম্বারের তালা ভেঙে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছে। চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর সহকারী পুলিশকে বিষয়টি জানান।
বার্নপুরের বেকারি রোডের একটি ইস্কো আবাসনে ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমারের বাড়িতেও এই রাতে চুরি হয়। ভাস্করবাবু জানান, শনিবার বিকেলে তিনি ঘরে তালা লগিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন পিছনের দরজা ভাঙা। ইলেকট্রনিক্সের জিনিস চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
|