শনিবারেও বিক্ষিপ্ত ভাবে সারা দিন বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়। তবে গত বুধ এবং বৃহস্পতিবারের তুলনায় এদিন কম পরিমাণ বৃষ্টি হলেও, সকাল থেকে রাত পর্যন্ত কখনও ইলশেগুঁড়ি কখনও বা ভারি বৃষ্টিপাত হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ঘনীভূত নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে। শনিবারও নিম্নচাপটি অবস্থার পরিবর্তন না করায় উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে। তবে এদিন নিম্মচাপটি কিছুটা দুর্বল হওয়ায় বৃষ্টির পরিমাণ কমেছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ছয় জেলায় গড়পরতা ২০-৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। |
তবে উত্তরপ্রদেশের নিম্নচাপটি ফের শক্তিশালী হতে শুরু করায় আগামী ২৪ ঘণ্টায় ফের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির সম্ভবনা রয়েছে সিকিম পাহাড়েও। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “উত্তরবঙ্গ এবং সিকিমের পরিস্থিতি একই। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।” শনিবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় তিস্তা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জল কমতে শুরু করেছে। উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, এদিন জলপাইগুড়ি শহর লাগোয়া দোমহনী এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
পুরনো খবর: পাহাড় থেকে ডুয়ার্স, টানা বৃষ্টি উত্তরবঙ্গে
|
এক তরুণীকে অশালীন ভিডিও ‘এমএমএস’ করা ও ‘এসএমএসে’ কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। শুক্রবারে রাতে ডুয়ার্সের কুমারগ্রাম থানায় তরুণীর অভিযোগের ভিত্তিতে কনস্টেবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, টোটন রায় নামে অভিযুক্ত ওই কনস্টেবল ডুয়ার্সের নামা যশোডাঙ্গার বাসিন্দা। বিবাহিত ওই কনস্টেবেলের ছয় ও আট বছরের দুটি মেয়ে রয়েছে। মাস দুয়েক আগে তাকে জলপাইগুড়ি পুলিশ লাইনে বদলি করা হয়। তরুণীর অভিযোগ, ওই কনস্টেবলের সঙ্গে কয়েকদিন আগে তার পরিচয় হয়। গত কয়েকদিন ধরে হঠাত্ই টোটনবাবু ফোন করে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন ছবি পাঠাতে শুরু করেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাগলভি বলেন, “প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” যদিও অভিযুক্ত বলেন, “মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানো হয়েছে।”
|
মন্ত্রীর নির্দেশে শনিবার থেকে কৃষকদের কাছ থেকে শশা কিনতে শুরু করল ধূপগুড়ি ব্লক প্রশাসন। দাম না পেয়ে গত শুক্রবার কৃষকরা ৩১ ডি জাতীয় সড়কে শশা ফেলে ৪ ঘণ্টা অবরোধ করে রাখে। শনিবার সকালে চার থেকে পাঁচ টাকা কেজি দরে পাইকারদের কাছে শশা বিক্রি করেছে চাষিরা। সে সময় কৃষি দফতর ও ব্লক আধিকারিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে, সকাল সাড়ে আটটা নাগাদ পাইকারি বাজারে কেজি প্রতি শশার দাম কমে দেড় থেকে দু টাকায় নেমে যাওয়ায় সরকারের পক্ষে কৃষকদের থেকে চার টাকা কেজি প্রতি শশা কেনা শুরু হয়। মোট সাড়ে ১৪ কুইন্টাল শশা সরকার কিনেছে। তবে বহু চাষি চেকের বদলে নগদে শশা বিক্রির টাকা দেবার দাবি জানিয়েছেন। ধূপগুড়ি ব্লক কৃষি আধিকারিক দেবাশিস সর্দার বলেন, “সরকার শশা কেনা শুরু করায়, পরিস্থিতি বদলেছে। যে শশা কেনা হয়েছে তা এলাকার ৩০ টি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের জন্য বিনা পয়সায় সরবরাহ করা হবে।”
পুরনো খবর: শশা
ফেলে অবরোধ
জাতীয় সড়কে
|
ওয়ার্ডের কাজ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল পুরসভার কংগ্রেস পরিচালিত বোর্ডের বিরুদ্ধে। শনিবার বিভিন্ন ওয়ার্ডের ৩৫টি কাজের তালিকা প্রকাশ করা হয়। মোট ২ কোটি ৩৪ লক্ষ ৩৭ হাজার টাকার কাজের টেন্ডার নোটিশ টানানো হয় এ দিন। বেশির ভাগ কাজ গুলিই কংগ্রেস কাউন্সিলরদের ওয়ার্ডে বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ।
|
ট্রান্সফরমার বিকল হলেও রাতভর মেরামত না হওয়ায় ক্ষুদ্ধ ধাপগঞ্জের বাসিন্দারা সকাল থেকে জলপাইগুড়ি-হলদিবাড়ি সড়ক অবরোধ করে রাখে। মেরামতির কাজ হওয়ার পর অবরোধ ওঠে।
|
স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষায় বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করার প্রতিবাদে শনিবার কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা কলেজে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। |