হামলার অভিযোগকে কেন্দ্র করে ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়াল দিনহাটার কালমাটি এলাকায়। শুক্রবার রাতে কালমাটি এলাকায় মিছিল বের করেন ফরওয়ার্ড ব্লক সমর্থকরা। মিছিলের সমর্থকদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকদের ঢিল ছোঁড়াছুঁড়ির অভিযোগকে কেন্দ্র করে বচসা বাধে। পরে ফরওয়ার্ড ব্লক সমর্থকরা এলাকার এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নিলে তৃণমূল সমর্থকরা ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ গিয়ে ৮ জনকে গ্রেফতার করে। তৃণমূলের এক মহিলা সমর্থকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
ফরওয়ার্ড ব্লকের দিনহাটা জোনাল সম্পাদকমন্ডলীর সদস্য বিশু ধর বলেন, “আমাদের মিছিলে তৃণমূল হামলা চালায়। আতঙ্কে সমর্থকরা এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন।” ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, রাতে ওই বাড়িটি তৃণমূল সমর্থকরা ঘেরাও করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরওয়ার্ড ব্লকের সমর্থকদের উদ্ধারের কথা বলে থানায় নিয়ে যায়। পরে তৃণমূলের দেওয়া সাজানো অভিযোগে শ্লীলতাহানির মামলা রুজু করে গ্রেফতার করে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, “দলের মহিলা প্রার্থী এবং সমর্থকরা প্রচার চালানোর সময় ফরওয়ার্ড ব্লক আশ্রিতরা পরিকল্পিতভাবে হামলা চালায়।”
অন্য দিকে, পঞ্চায়েত ভোট প্রচারে বেরিয়ে সিপিএম-কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ইসলামপুর থানার পাটাগড়ায়। শুক্রবার রাতের এই ঘটনায় দু-পক্ষই বোমাবাজির অভিযোগ করেছেন। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটলেও বোমাবাজির কোনও ঘটনা ঘটে নি। কংগ্রেসের অভিযোগ, রাতে প্রচারে সময় তাদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে সিপিএম। কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সদস্য তথা এলাকার কংগ্রেস নেতা জাকির হুসেন বলেন, “আমাদের সমর্থকদের উপর বোমাও ছোঁড়া হয়।” যদিও সিপিএম-এর ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “কংগ্রেসের অভিযোগ মিথ্যে।”
বিজেপির এক প্রার্থীর পোস্টার ছেঁড়া এবং আরেক প্রার্থীর পোয়ালের স্তুপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হলদিবাড়িতে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা ঘটনার সঙ্গে যুক্ত। হলদিবাড়ি ব্লক বিজেপির তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়ায় বিজেপি প্রার্থী গোলাপি মণ্ডলের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। শুক্রবার পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নিজতরফ গ্রামে বিজেপি প্রার্থী বিনোদিনী রায়ের বাড়িতে দলের বৈঠক চলার সময়ে তাঁর বাড়ির উঠোনে রাখা পোয়ালের স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। |