‘গ্রাহক-স্বার্থে’ই কলকাতা মেট্রো এলাকার অধিকাংশ অপারেটর রবিবার কেবল সম্প্রচার চালু রাখবেন। শনিবার প্রেস ক্লাবে এ কথা জানান অপারেটরদের চার-পাঁচটি সংগঠনের নেতারা।
এই বন্ধের সমর্থনে শনিবার হেদুয়া থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করে ‘কেবল অপারেটর সংগ্রাম কমিটি’। তবে পুলিশ জানায়, মিছিলে কত জন প্রকৃত অপারেটর ছিলেন, সন্দেহ রয়েছে।
‘সংগ্রাম কমিটি’র ডাকা রবিবারের কেবল বন্ধ মানছেন না বলে জানান ‘অল বেঙ্গল কেবল টিভি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক ইন্দ্রজিৎ সেন। এ ছাড়াও এ দিন প্রেস ক্লাবে ছিলেন ‘অল বেঙ্গল ব্রডব্যান্ড অ্যান্ড কেবল টিভি অ্যাসোসিয়েশন’, ‘ইন্ডিপেন্ডেন্ট কেবল টিভি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’, ‘আইডিয়াল কেবল অপারেটর অ্যাসোসিয়েশন’ ইত্যাদির নেতারা।
নেতারা জানান, কেবল টিভিতে নতুন প্রযুক্তি আসার পরে টিভি দেখার জন্য যতটা দাম বেড়েছে, তার জন্য দায়ী টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই), কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক ও বিভিন্ন জাতীয় চ্যানেল। একটি অপারেটর সংগঠনের আহ্বায়ক বিশ্বরূপ মুখোপাধ্যায় বলেন, “আমরা আলোচনা করতে পারি সরকার ও চ্যানেলগুলির সঙ্গে। সারা দেশেই দাম বেড়েছে। একই সঙ্গে মানুষ ডিজিটাল প্রযুক্তির সুবিধাও পাচ্ছেন। দাম বৃদ্ধির জন্য এমএসও-দের দোষ দেওয়া নিরর্থক। রাজ্যেরও কিছু করার নেই।”
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম বলেন, “জোর করে কেবল ধর্মঘট হবে না, বলেছেন অপারেটরেরা।” তিনি এ-ও জানান, তার কেটে দিয়ে বন্ধ সফল করার অভিযোগ পেলে বা কোথাও বিক্ষোভ দেখা গেলে পুলিশ ব্যবস্থা নেবে। |