এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে টালা এলাকায় বিটি রোডের ধারের ক্লাবঘর থেকে দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিনে সিংহ (৩০)। তিনি একটি সংস্থার গাড়ি চালাতেন। পুলিশ জানায়, রাত দশটার পরে ক্লাবে পাড়ার ছেলেরা ছিলেন না। পুলিশের অনুমান, সেই সুযোগে বিনি ক্লাবে ঢুকে দরজা বন্ধ করে আত্মঘাতী হন। পুলিশ জানায়, ক্লাবঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
|
আশুতোষ মুখোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ পূর্তি উদ্যাপনের সূচনায় মঞ্চে আসীন (বাঁ দিক থেকে) কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যপাল এম কে নারায়ণন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবীর, হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র এবং আশুতোষের পৌত্র তথা বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে।
|
বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম ওয়াসিম আক্রম (২৬)। তার বাড়ি রিপন স্ট্রিটে। পুলিশের অভিযোগ, গত ২২ জুন শিবতলা লেনে ওয়াসিমের এক আত্মীয়ের সঙ্গে কয়েক জনের সংঘর্ষ বাধে। ওয়াসিম আত্মীয়ের পক্ষ নিয়ে দুই যুবককে মেরে জখম করে বলে অভিযোগ। শুক্রবার রাতে পুলিশ খবর পায়, একটি ওয়ান শটার নিয়ে সে ফের কড়েয়ায় ঢুকেছে। এর পরেই সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে।
|
বেড়াতে এসে মোবাইল খোয়ালেন এক বিদেশি নাগরিক। পুলিশ সূত্রের খবর, ফ্রান্সের বাসিন্দা মেলেইক ইহান শহর ঘুরতে বেরিয়েছিলেন। শনিবার সকালে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময়ে ভিড়ের মধ্যে থেকে কেউ তাঁর মোবাইলটি তুলে নেয় বলে অভিযোগ। পার্ক স্ট্রিট থানায় মোবাইল চুরির অভিযোগ জানান মেলেইক।
|
শ্লীলতাহানির অভিযোগে সল্টলেকের দত্তাবাদ থেকে শনিবার রাতে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃত সোনা মাকালের বাড়িতে ভাড়া থাকেন অভিযোগকারিনী। অভিযোগ, শুক্রবার দুপুরে ভাড়া নিয়ে বচসার পর সোনা তার উপরে চড়াও হয়। |