টুকরো খবর
সুপ্রিম কোর্টের রায়, রাজ্যেরই জয় দেখছেন সুদীপ
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের পক্ষেই গিয়েছে বলে বলে দাবি করলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের নাটাবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এক দলীয় কর্মিসভায় এসে এই মন্তব্য করেন তিনি। সাংসদের আরও দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়ে ছিলেন।” সভায় তিনি অভিযোগ করেন, “কংগ্রেস-সিপিএম ও বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে বোঝাপড়া করে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট বানচাল করতে চেয়েছিল।” তারপরেই সুদীপবাবু দলের কর্মীদের উদ্দেশ্যে জেলায় জেলায় পঞ্চায়েতে পরিবর্তন আনার ডাক দেন। এ দিনের সভায় ছিলেন দলের বাগদা ব্লকের পর্যবেক্ষখ গোপাল শেঠ, বগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, তৃণমূলের তরুণ ঘোষ প্রমুখ। সভায় স্থানীয় পঞ্চায়েতের তিন বারের সিপিএম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। অন্য দিকে, এ দিনই আবার তৃণমূলের প্রতীক না পাওয়া ১০ জন নিদর্ল প্রার্থীর হয়ে হেলেঞ্চাতে কয়েক শ’ মানুষের মিছিল বের হয়।

দুই মেয়েকে ধর্ষণের নালিশ, গ্রেফতার বাবা
দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল সৎবাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের উত্তর তালদির গাজিপাড়া থেকে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নিমাই নস্কর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা বেশ মাসখানেক ধরেই মেয়ে দুটিকে ক্রমাগত ধর্ষণ চালাত বলে অভিযোগ। মেয়ে দুটির একজনের বয়স তেরো, অন্যজনের আট। বৃহস্পতিবার ঘটনার কথা জানতে পারে দক্ষিণ ২৪ পরগনার ‘চাইল্ড লাইন।’ তাঁরা এই ঘটনা পুলিশকে জানায়। পুলিশ এবং ওই স্বেচ্ছাসেবী সংস্থা ওই বাড়িতে যায়। বড় মেয়েটির অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মেয়ে দুটি বাড়িতে ফিরতে না চাইলে পুলিশ তাঁদের হোমে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে, বৃহস্পতিবার ক্যানিং উত্তর অঙ্গদবেড়িয়ায় একটি আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল পাশের বাড়ির এক যুবকের বিরুদ্ধে। মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুবিদ আলি মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যুতে ভাঙচুর, অবরোধ
দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার বেড়াচাঁপা। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ টাকি রোডে বেড়াচাঁপা সুপার মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালীপদ কাহার (৩২)। পেশায় ভ্যান রিকশা চালক কালীপদবাবুর বাড়ি বেড়াচাঁপার দাসপাড়ায়। এ দিন তিনি টাকি রোড ধরে হেঁটেই বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই একটি ম্যাটাডরকে ওভারটেক করার সময় একটি লরি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করতে এলে ক্ষুব্ধ জনতার সঙ্গে বচসা বাধে। মারমুখী জনতা লরিতে ভাঙচুর চালায়। পথ অবরোধও করা হয়।

লাল্টুর জেল হাজত
ব্যারাকপুরের মণিরামপুরে শিবু-ঘনিষ্ঠ জিতুলাল তাঁতি খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত দেবব্রত ঘোষ ওরফে লাল্টুর ১৪ দিনের জেল হেফাজত হল। শুক্রবার ব্যারাকপুর আদালতে মামলাটি উঠলে বিচারক এই রায় দেন। পাশাপাশি, লাল্টুর বাড়ি থেকে একটি দেশি পিস্তল আটক হওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছে। এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ঢুকে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা ও আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ভাই জয়দেব ভট্টাচার্যকে। এ দিন তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

পুরনো খবর:
মৃতদেহ উদ্ধার
একটি আবাসনের এক ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানা এলাকার প্রসাদপুরে। মৃতার নাম জ্যোৎস্না পাত্র (৩৫)। বাড়ি হাড়োয়ায়। পুলিশ জানিয়েছে, অসিত সানা নামে এক ব্যক্তির ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন জ্যোৎস্নাদেবী। কিছু দিন আগে শুল্ক দফতরের কর্মী অসিতবাবু অফিসের কাজে দিল্লি গিয়েছিলেন। এ দিন ফিরে তিনি দেখেন, ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে ওই পরিচারিকার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অসিতবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

হার মানবে অ্যাটম বোমও
তথ্য ও ছবি: নির্মল বসু
বাংলার সীমানায় আটকে থাকা নয়, দেশের রাজনীতির মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব মনে করালেন তৃণমূল যুবার সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ভোট-প্রচারে গিয়ে তাঁর মন্তব্য, “মানুষ আমাদের অক্সিজেন দিলে, দিল্লির গদি পাল্টে দেব। অ্যাটম বোমও মমতার চুল স্পর্শ করতে পারবে না।” তৃণমূল ক্ষমতায় আসার আগে রাজ্যের চেহারার সঙ্গে পরিবর্তন-পরবর্তী জমানার তুলনা টেনে তৃণমূল যুবা নেতার দাবি, “রাজ্যে বামেদের আর লাল সূর্য উঠবে না, প্রদীপ জ্বলবে না কংগ্রেসের। বাংলায় সবুজ বিপ্লব ঘটাবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর সংযোজন, “যাঁরা চিট-ফান্ড নিয়ে ‘গেল-গেল’ রব তুলছেন, তাঁরা কি জানেন না যদি সত্যিই সুদীপ্ত সেনের মাথায় মমতার হাত থাকত, তা হলে তাঁকে জেলে যেতে হত না।”

বিস্ফোরণ, মৃত ১
নোদাখালি থানার আর্যপাড়ায় শুক্রবার একটি বাজির কারখানায় বিস্ফোরণে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। জখম চার জন হাসপাতালে ভর্তি। মৃতের নাম রতন কয়াল (৬২)। তিনি একটি বাড়ির পাঁচিল তৈরি করছিলেন। পাশের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। একটি লোহার ড্রাম ছিটকে এসে রতনবাবুর বুকে লাগলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.