বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে মুম্বইয়ে নিয়ে গিয়ে নিষিদ্ধপল্লিতে বিক্রি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত দু’ মাস ধরে নিখোঁজ থাকার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। শুক্রবারই পুলিশ বসিরহাটের স্কুলবাড়ি এলাকার ওই অভিযুক্ত যুবক রহমান খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ ও স্থানীয় সূ্ত্রের খবর, বসিরহাট থানা এলাকার একটি গ্রামের ওই মহিলার বছর দু’য়েক আগেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে সাংসারিক বিবাদের জেরে স্বামী তাঁকে বাপের বাড়িতেই রেখে যান বলে জানা গিয়েছে। সেই থেকে তিনি তাঁর মায়ের কাছেই থাকতেন।
পুলিশের কাছে লিখিত অভিযোগে মহিলা দাবি করেছেন, তিন মাস আগে রহমান খান নামে ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। রহমান তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন বলে মহিলার দাবি। রহমানের কথা শুনে তিনি তার সঙ্গে মুম্বই চলে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পরে রহমান তাঁকে লক্ষাধিক টাকার বিনিময়ে একটি নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেন বলে অভিযোগ। মহিলার কথায়, “তখনই বুঝতে পারলাম, আমাকে বিয়ে করার নামে রহমান আসলে টাকা কামাতে চেয়েছিল। খুব আঘাত পেয়েছিলাম। কিন্তু মনের জোর হারাইনি। একজনের চেষ্টায় নিষিদ্ধপল্লি থেকে পালিয়ে সোজা স্টেশনে এসে একটি ট্রেনে চেপে পড়ি। টিকিট না থাকায় একটি স্টেশনে চেকার আমাকে ট্রেন থেকে নামিয়ে দেন। সেখান থেকে কোনও রকমে প্রথমে বাস ধরে পরে ফের ট্রেনে চেপে হাওড়ায় আসি।” বাড়ি ফিরেই ওই মহিলা মাকে নিয়ে সোজা থানায় এসে রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। |