নিকাশি নালা বন্ধ করে তৈরি হচ্ছে বাড়ি ও দোকান ঘর। ফলে বর্ষার জল জমে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর-১ ব্লকের মথুরাপুর স্টেশন মোড়ে পাশে খালের উপর তৈরি হয়েছে বড় বড় পাকা বাড়ি ও দোকানঘর। একই অবস্থা ওই ব্লকের উত্তর লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের মোড়ের পাশে সরকারি জমি ও খাল দখল করে তৈরি হয়েছে বড় বড় পাকা বাড়ি। ফলে একেবারে বন্ধ হয়ে গিয়েছে নিকাশি ব্যবস্থা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার নদী সংযোগ খাল চলে গিয়েছে দক্ষিণ বিষ্ণুপুর হয়ে মথুরাপুর এলাকাতে। ওই খালের উপর মাইলের পর মাইল জুড়ে বেআইনি ঘরবাড়ি ও দোকানঘর। ওই খাল দিয়ে যেমন বর্ষার জল নিকাশি হয়, তেমনই শাক-সবজি চাষেও ব্যবহৃত হয় ওই খালের জল। দিনের পর দিন এভাবে নিকাশি নালা দখল হয়ে যাওয়ায় খালটি প্রায় মজে যাওয়ার উপক্রম হয়েছে। |
বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মদতে এসব বেআইনি দখলদারি চলছে। সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। উত্তরলক্ষী নারায়ণপুর বিদায়ী পঞ্চায়েত প্রধান সুবোধ হালদার বলেন, “আমাকে না জানিয়ে পঞ্চায়েত মোড়ের কাছে সরকারি জমি ও খাল দখল করে বাড়ি তৈরি হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নিচ্ছে না।” অন্যদিকে, মথুরাপুর-১ ব্লকের বিদায়ী বিডিও সৌমেন মাইতি বলেন, “মথুরাপুর স্টেশন মোড়ের কাছে খাল বন্ধ করে বাড়ি নির্মাণে অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” প্রকৃতপক্ষে, এই পারস্পরিক চাপানউতোরে নষ্ট হতে বসেছে পরিবেশের ভারসাম্য। |