রিভলভারে গুলি আছে কি না, তর্ক বেধেছিল দুই মদ্যপ বন্ধুর মধ্যে। হাতেকলমে যাচাই করতে গিয়ে রিভলভার থেকে গুলি ছুটে মৃত্যু হল এক জনের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সোনারপুর থানা এলাকার নতুনহাটের মোল্লাপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম শেখ মহসিন (২৭)। এই ঘটনায় শেখ ওয়ারিশ ওরফে গিরগিটি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশি সূত্রের খবর, ইমারতি সামগ্রীর ব্যবসায়ী মহসিনের মৃতদেহ পাওয়া যায় তাঁর বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠে। তাঁর মুখে ও বুকে গুলির ক্ষত রয়েছে। মৃতদেহের পাশে পড়ে ছিল মদের বোতল। তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওয়ারিশও ওই এলাকার বাসিন্দা এবং ইমারতি সামগ্রীর ব্যবসায়ী। মহসিন এবং সে ওই রাতে একসঙ্গেই ছিল। কিন্তু গভীর রাতেও মহসিন বাড়ি ফেরেননি।
শুক্রবার সকালে মাঠে মহসিনের দেহ উদ্ধারের পরে পুলিশ তদন্তে নামে। জানা যায়, ওয়ারিশও আগের রাতে বাড়ি ফেরেনি। ওয়ারিশের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে, সে বারুইপুর স্টেশনের কাছাকাছিই আছে। বেলা আড়াইটে নাগাদ বারুইপুর রেলগেট এলাকায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিহারে পালানোর মতলব ছিল বলে জেরায় তদন্তকারীদের জানিয়েছে ওয়ারিশ।
ঠিক কী ঘটেছিল? ধৃতকে জেরা করে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের মাঠে মদ খাওয়ার পরে মহসিনকে একটি রিভলভার দেখায় ওয়ারিশ। মহসিন বলতে থাকে, ওই রিভলভারে কোনও কার্তুজ নেই। ওয়ারিশ বলে, রিভলভারে কার্তুজ আছে। প্রমাণ দিতে সে কয়েক বার শূন্যে গুলি ছোড়ে। কিন্তু রিভলভার থেকে কোনও কার্তুজ বেরোয়নি। তার পরেও ওয়ারিশ দাবি করতে থাকে, রিভলভারে গুলি আছে। নেশার ঘোরে মহসিন রিভলভারে নলটি নিজের মুখের মধ্যে নিয়ে ওয়ারিশকে গুলি ছুড়তে বলে। ওয়ারিশ গুলি চালিয়ে দেয়। গুলি হৃত্পিণ্ড ভেদ করে বেরিয়ে গিয়েছে বলে জানান তদন্তকারীরা। রিভলভারটি সে কোথায় পেল, তা জানতে ওয়ারিশকে আরও জেরা করা হচ্ছে। |