বিজেপি-তে ফিরতে উদ্গ্রীব এখন বি এস ইয়েদুরাপ্পা। কিন্তু ফেরার যে শর্ত তিনি আরোপ করেছেন, এখনও পর্যন্ত তা মানতে রাজি নন বিজেপি নেতৃত্ব।
কর্নাটকের গত বিধানসভা নির্বাচনের ফল থেকেই ইয়েদুরাপ্পা টের পেয়ে গিয়েছেন, বিজেপি-র মতো বড় দলের সঙ্গে যুক্ত না থাকলে বেশি আসন বের করা সম্ভব নয়। আর বিধানসভার ফলের ভিত্তিতে এটাও স্পষ্ট যে, লোকসভায় একটি আসনও বার করে আনা মুশকিল তাঁর পক্ষে। সে কারণেই বিদ্রোহের পাল গুটিয়ে ফের তিনি বিজেপি-তে ফিরতে চান। নরেন্দ্র মোদী ধীরে ধীরে বিজেপি-র প্রধান মুখ হয়ে ওঠার ফলেও এ ব্যাপারে আগ্রহ বেড়েছে ইয়েদুরাপ্পার। দ্রুত ফেরার ব্যাপারে জোর দিচ্ছেন তিনি। কারণ, গোড়া থেকেই তিনি মোদীর সঙ্গে সখ্য বজায় রেখে এসেছেন। এই নিয়ে দুই দলের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।
কিন্তু সমস্যা হল, ইয়েদুরাপ্পা ফিরতে চাইলেও তিনি সামনে কিছু শর্ত রেখে বসে রয়েছেন। তা হল, আগের মতোই বিজেপি-তে গুরুত্বপূর্ণ পদ দিতে হবে তাঁকে। কিন্তু বিজেপি নেতৃত্ব তাঁর এই আবদার রাখতে রাজি নন। তাঁদের বক্তব্য, এক বার দল থেকে বেরিয়ে যাওয়ার পরে ফিরে আসার সঙ্গে সঙ্গেই কাউকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলে সংগঠনে বিশৃঙ্খলা তৈরি হবে। অন্যরাও এই ভেবে উৎসাহিত হবে যে, বিজেপি এমন একটা দল, যেখান থেকে যখন খুশি বেরিয়ে যাওয়া যায়। আবার ফিরে এলেও আগের মতোই মর্যাদা পাওয়া যায়। এই কারণে বিজেপি আপাতত ইয়েদুরাপ্পার সঙ্গে দর কষাকষির অবস্থান নিতে চাইছে। ইয়েদুরাপ্পাকে জানানো হয়েছে, বড়জোর তিনি লোকসভা নির্বাচনে লড়তে পারেন। কিন্তু দলের কোনও পদ তাঁকে দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে ইয়েদুরাপ্পাও এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এ সব নিছকই গুজব। বিজেপি-তে মোদীর উত্থানই তাঁকে দলে ফিরতে উৎসাহী করে তুলেছে কি না প্রশ্ন করা হলে ইয়েদুরাপ্পা জানান, তিনি বিজেপি ছেড়েছেন তিক্ত অভিজ্ঞতার কারণে। কিন্তু মোদী সম্পর্কে তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তবে এখনই তাঁর বিজেপি-তে ফেরার সম্ভাবনা নেই।
ইয়েদুরাপ্পার বক্তব্যে স্পষ্ট, এখনই বিজেপি-তে ফেরার দরজা না খুললেও সেই রাস্তা তিনি খোলাই রাখছেন। কিন্তু তাঁকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিজেপি-র কাছে আর একটি বড় সমস্যা হল, লালকৃষ্ণ আডবাণী কর্নাটকের এই নেতাটির ঘোর বিরোধী। আডবাণীর বক্তব্য, দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত খোয়াতে হয়েছে এমন নেতাকে দল কর্নাটকে গুরুত্ব দিয়ে চললে জাতীয় স্তরে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি-র লড়াই ফিকে হয়ে যাবে। যদিও রাজনাথরা আশাবাদী, ইয়েদুরাপ্পাকে দলে ফেরালে কর্নাটকের মতো দক্ষিণের রাজ্যে বিজেপি-র আসন বাড়বে। |