|
|
|
|
ধৃত এক |
জামশেদপুরে দুষ্কৃতী-পুলিশ গুলির লড়াই
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরের বর্মা মাইনস এলাকা যেন ক্রমেই অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। এক সপ্তাহ আগেই এক ব্যবসায়ী বর্মা মাইনসের টিউব গেটের কাছে দুষ্কৃতীদের গুলিতে মারা গেছেন। সেই মামলার এখনও কিনারা হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল সেই টিউব গেট এলাকাই। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েক জন দুষ্কৃতী টিউব গেটের কাছে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ দেখেই ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। |
পুলিশের গুলিতে জখম দুষ্কৃতী রাজু গিরির চিকিত্সা চলছে
জামশেদপুরের এমজিএম হাসপাতালে। শুক্রবার। ছবি: পার্থ চক্রবর্তী |
কিন্তু পুলিশ তাদের ধাওয়া করতেই দুষ্কৃতীরা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। রাত সাড়ে আটটা নাগাদ ওই ঘটনা ঘটে। হঠাত্ করেই প্রকাশ্যে এ ভাবে গুলি চলতে দেখে ভয়ে পেয়ে যান পথ চলতি লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গুলি চালাতে চালাতে পুলিশ দুষ্কৃতীদের দলটিকে অনেকটা রাস্তা তাড়া করে নিয়ে যায়। বর্মা মাইনস থানা জানাচ্ছে, টিউব গেটের কাছে উড়ালপুলের উপরে পুলিশের গুলিতে রাজু গিরি নামে এক দুষ্কৃতী আহত হয়। দুষ্কৃতীরা উড়ালপুল থেকে নেমে নিচের রেল লাইন দিয়ে পালায়। তবে আহত রাজুকে রেল লাইনের ধার থেকেই আটক করে পুলিশ। গত শুক্রবার বর্মা মাইনস এলাকায় বিনোদ অগ্রবাল নামে এক ব্যবসায়ীয়ের কাছ থেকে চার লক্ষ টাকা লুঠ করার পরে তাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। স্থানীয় মানুষের অভিযোগ, ওই ঘটনার পরেও এলাকায় তেমন পুলিশি টহলদারি ছিল না। যার ফলে দুষ্কৃতীরা সেখানে জড়ো হওয়ার সাহস পাচ্ছে। তবে পূর্ব সিংভূম জেলার এসএসপি রিচার্ড লাকরার দাবি, নজরদারি ছিল বলেই পুলিশের কাছে দ্রুত খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ধাওয়া করে। তিনি বলেন, “এক জন গ্রেফতার হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। তার সঙ্গে বিনোদের খুনের ঘটনার কোনও যোগাযোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।” |
|
|
|
|
|