ভেঙে পড়ার চার মাস পরে শেষ পর্যন্ত উল্টোডাঙা উড়ালপুলের ভাঙা অংশ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, কাজটির বরাত পেয়েছে কলকাতারই একটি সংস্থা। নতুন ডেক তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হতে দেরি হলেও এ বার কাজ দ্রুত শুরু করা যাবে বলে জানিয়েছেন ওই দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেতু বিশেষজ্ঞদের মতে, উড়ালপুলের যে ডেকটি ভেঙে পড়েছে, সেই ডেকের বাঁকের অংশটি ছিল কাস্তের মতো আকৃতির। ফলে ওই অংশটি ফের নির্মাণ করার সময়ে খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। যে সংস্থাটি এই কাজটি করছে, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। রেলওয়ে সেতু নির্মাণের নানা অভিজ্ঞতা ওই সংস্থার রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তথা সেতু বিশেষজ্ঞ দীপঙ্কর চক্রবর্তী বলেন, “যে সংস্থা এই ডেকটি বানাচ্ছে, দেশের বিভিন্ন বড় বড় শহরে সেতু তৈরি করার অভিজ্ঞতা তাদের রয়েছে বলেই আমি জানি।”
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ভেঙে পড়া অংশটি নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয় মাসখানেক আগে। তিনটি সংস্থা ওই টেন্ডারে অংশগ্রহণ করে। সেই টেন্ডার পাশ হয়ে গিয়েছে। পুরো কাজের জন্য খরচ ধরা হয়েছে ১৫ কোটি টাকা। কলকাতারই একটি সংস্থা এই দায়িত্ব পায়। আশা করা যায়, মাসখানেকের মধ্যে নতুন করে উড়ালপুল তৈরির কাজ শুরু হবে।”
ফিরহাদ হাকিম বলেন, “প্রথমে যে টেন্ডার ডাকা হয় তাতে মাত্র একটি সংস্থা অংশগ্রহণ করে। কিন্তু তিনটি সংস্থা টেন্ডারে অংশগ্রহণ না করলে সেই টেন্ডার বাতিল করতে হয়। তাই সে বার সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার ডাকা হয় কিছুদিন আগে। এ বার তিনটি সংস্থা অংশ নেয়।” কেএমডিএ-র আধিকারিকেরা জানিয়েছেন, যে সংস্থা এই কাজ করার বরাত পেয়েছে, তাদের ওয়ার্ক ওর্ডার দেওয়া হবে কিছু দিনের মধ্যেই।
গত মার্চ মাসের দু’তারিখ গভীর রাতে ভি আই পি রোড থেকে ই এম বাইপাস যাওয়ার উড়ালপুলের একটি ডেক ভেঙে পড়ে উল্টোডাঙার খালে। এই দুর্ঘটনায় একটি ট্রাকও খালের জলে পড়ে। এই ঘটনায় ট্রাকের তিন আরোহী গুরুতর জখম হন।
|