সাঁতার শিখতে আসা মেয়েদের উপর পড়ল মদের বোতল। তাতে জখম হয়েছেন এক মহিলা প্রশিক্ষক। শুক্রবার এই ঘটনা ঘটে বিধান শিশু উদ্যানের সুইমিং পুলে।
ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা নিয়ে রাজ্য যখন তোলপাড়, সে সময় এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাঁতার শিখতে আসা মেয়েরা। ওই সুইমিং পুল কর্তৃপক্ষের অভিযোগ, পাশেই পুলিশ আবাসন থেকে ছোড়া হয়েছে মদের বোতল। বিষয়টি জানিয়ে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন উদ্যান কর্তৃপক্ষ। পুলিশ জানায়, আহত মহিলার নাম নবনীতা সেন গোস্বামী। তাঁকে মানিকতলা ইএসআই হাসপাতালে নেওয়া হয়। তাঁর ঘাড়ে ও হাতে বোতলের আঘাত লেগেছে।
বিধান শিশু উদ্যান কমিটির সম্পাদক গৌতম তালুকদার বলেন, “এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুইমিং পুলে সাঁতার শিখছিল ২৭ জন বালিকা। নবনীতাদেবী তাদের সাঁতার শেখাচ্ছিলেন। সেই সময় পাশেই থাকা পুলিশ আবাসন থেকে ছোড়া দুটো মদের বোতল পুলে পড়ে।” তাঁর অভিযোগ, এর আগেও দু’একবার ঢিল এসে পড়েছে। পুলিশকে তা জানানোও হয়েছিল। কিন্তু প্রতিবাদ জানিয়েও কোনও ফল হয়নি।
স্থানীয় কাউন্সিলর রূপা বাগচি বলেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা। যাঁদের হাতে প্রশাসনের দায়িত্ব, তাঁদের আবাসন থেকে এমন ঘটনা তো প্রমাণ করে রক্ষকই ভক্ষক। তিনি জানান, এর আগে ওই এলাকায় ডাকাতদের হাতে এক মহিলা খুন হয়েছিলেন। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল ওই এলাকায় পুলিশি টহলদারি থাকবে। কিন্তু সে সব তো হয়নি। বরং দুষ্কর্ম বেড়েই চলেছে। দোষীদের অবিলম্বে ধরার দাবি জানান তিনি।”
ওই কাণ্ডে আতঙ্কিত সাঁতারুদের অভিভাবক মহলও। উড়ে আসা মদের বোতল থেকে বড় দুর্ঘটনা ঘটতেই পারত বলে তাঁরা মনে করেন। কারা ওই দুষ্কর্ম করেছে তা পুলিশকেই খুঁজে বের করার দাবি জানান তিনি। যদিও উদ্যান কমিটির এক সদস্যের দাবি, অভিযোগ জানানোর পরে অনেকটা সময় পুলিশের সাড়া মেলেনি। এক পুলিশকর্তা জানান, রাতেই তদন্ত শুরু হয়েছে। আবাসনের কোন ফ্ল্যাট থেকে বোতল ছোড়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হবে অভিযোগকারিণীর সঙ্গেও। |