জামশেদপুর বন্ধে স্বতঃস্ফূর্ত সাড়া নাগরিকদের
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজনৈতিক দল নয়, এক ব্যবসায়ীর খুনের প্রতিবাদে বন্ধ ডেকেছিলেন শহরের ব্যবসায়ীরাই। বৃহস্পতিবার তাতে স্বতঃস্ফূর্তভাবেই সাড়া দিলেন জামশেদপুরবাসী।
গত শুক্রবার গোলমুড়ির বাসিন্দা চাল-ব্যবসায়ী বিনোদ অগ্রবাল দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। ঘটনার এক সপ্তাহ পরও আততায়ীরা পুলিশের অধরাই। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে বন্ধ ডেকেছিল সিংভূম বণিকসভা। পরে বন্ধকে সমর্থন জানায় রাজনৈতিক দলগুলিও।
বণিকসভার সহ সভাপতি সুরেশ সানথালিয়া বন্ধ সর্বাত্মক বলে দাবি জানিয়ে বলেন, “স্কুল, কলেজ এবং জরুরি পরিষেবাকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। বাচ্চাদের যাতে হয়রানি না-হয় সে জন্য শুধু ছোটদের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন করা হয়েছিল। স্কুলগুলির কর্তৃপক্ষ সেই আবেদন রেখেছেন।” |
এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বণিকসভার ডাকা জামশেদপুর বন্ধে
সামিল হয়েছে বিজেপি-ও। বৃহস্পতিবার পার্থ চক্রবর্তীর তোলা ছবি। |
আজ সকাল থেকেই জামশেদপুরের সাকচি, গোলমুড়ি, মানগো সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলি কার্যত জনহীন ছিল। বণিক সভার সদস্যরা বন্ধের সমর্থনে মৌন মিছিল করেন। বিজেপির পক্ষ থেকে মানব-শৃঙ্খল করে করে আইন-অমান্য করা হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী বলেন, “রাজ্যে আইন-শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। ওই ব্যবসায়ীর খুনিরা যাতে অবিলম্বে গ্রেফতার হয় তার জন্য আমরা প্রশাসনের উপরে চাপ বাড়াব।” পূর্ব সিংভূম জেলা পুলিশের সিনিয়র সুপারেনটেনডেন্ট রিচার্ড লাকরা জানান, তথ্য-প্রমাণ সংগ্রহের
কাজ চলছে। খুব শীঘ্রই আততায়ীরা ধরা পড়বে।
|
পুরনো খবর: ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে পথে নামলেন ব্যবসায়ীরা |
|