লগ্নি নিয়ে সচেতনতায় ক্যুইজ রিজার্ভ ব্যাঙ্কের
স্বীকৃতিহীন বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রাখার বিপদ সম্পর্কে স্কুল পড়ুয়াদেরও সচেতন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তবে গতে বাধা সচেতনতা শিবিরের মতো শুধুই বক্তৃতা বা আলোচনা নয়, সচেতনতা চলবে ক্যুইজের ফাঁকে।
দেশের স্কুল পড়ুয়াদের কাছে পৌঁছোতে গত বছর থেকেই ক্যুইজকে মাধ্যম করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ছাত্র-ছাত্রীদের দেশের অর্থনৈতিক কাঠামো এবং পরিস্থিতি নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ বলে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন। গত বছর রাজ্যে শুধুমাত্র কলকাতাতেই ক্যুইজ প্রতিযোগিতা হলেও, এবারে উত্তরবঙ্গও এই তালিকায় ঢুকেছে। আগামী ২ জুলাই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে। অন্তত ৫০টি দলে ১০০ জন প্রতিযোগী অংশ নেবে বলে জানানো হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের কলকাতার শাখা সূত্রে জানানো হয়েছে, ক্যুইজ চলাকালীণ প্রতিযোগী এবং দর্শকদের বেশ কিছু ভিডিও ক্লিপিং দেখানো হবে। সেই সব দৃশ্যে রিজার্ভ ব্যাঙ্কের ইতিবাস যেমন থাকবে, তেমনি অর্থ লগ্নি করা বা লেনদেনের সময়ে কী করা উচিৎ এবং কোন বিষয়ে নজর দেওয়া উচিৎ এমন নানান তথ্যও জানানো হবে। সরাসরি কোনও আর্থিক প্রতিষ্ঠানের নাম বলা না হলেও লগ্নি করার আগে রিজার্ভ ব্যাঙ্ক বা দেশের অন্য কোনও আর্থিক সংস্থার অনুমোদন রয়েছে কি না তা দেখে নেওয়া কেন প্রয়োজন তা বিস্তারিত ব্যাখ্যা করে জানানো হবে। এই বিষয়টিকে ‘ফিনান্সিয়াল লিটারেসি’ তথা ‘অর্থনৈতিক শিক্ষা’ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক আখ্যা দিয়েছে। প্রথাগত শিক্ষা থাকলেও অর্থনৈতিক শিক্ষা না থাকলে প্রতরণার ফাঁদে পা দেওয়ার আশঙ্কা শতকরা একশো ভাগ বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মনে করেন। সে কারণে সাধারণ সচেতনতার পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও সচেতন করার উদ্যোগ।
রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখার ম্যানেজার বিজয় বাৎসু বলেন, “ছাত্র ছাত্রীদের মধ্যে সহজেই কিছু শেখা বা বোঝার মানসিকতা রয়েছে। অনেক সময়ে দেখা যায় পড়ুয়াদের থেকে তাদের অভিভাবকদের মধ্যেও সচেতনার প্রসার হয়। সে কারণেই আমরা দেশের স্কুল পড়ুয়াদের আর্থিক ভাবে শিক্ষিত করা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে। খুবই আকর্ষণীয় সব প্রশ্ন করা হবে ক্যুইজে। যারা দেখবেন তাদেরও ভাল লাগবে।” বৃহস্পতিবার ওই আধিকারিক বলেন, “ক্যুইজের ফাঁকে বেশ কিছু ভিডিও দেখানো হবে। সেগুলি কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে। খুবই আকর্ষণীয় ভাবে বিভিন্ন সচেতনতার বিষয় সেখানে তুলে ধরা হবে।” গত বছর রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ক্যুইজের আয়োজন করে। সে বছর দেশের ৩২টি শহরে প্রতিযোগিতা হয়েছিল। চলতি বছরে দেশের ৪৪টি শহরে প্রতিযোগিতা হবে। কলকাতা ও শিলিগুড়ি ছাড়াও ব্যাঙ্কের পূর্ব জোনের আয়োজনে গৌহাটি, পোর্টব্লেয়ারেও এই প্রতিযোগিতার আয়োজন হবে। শিলিগুড়ি ও অনান্য শহরের প্রতিযোগিতায় বিজয়ী দলগুলিকে নিয়ে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় জোনাল ফাইনাল হবে। জাতীয় স্তরের চূড়ান্ত ফাইনাল হবে আগামী অক্টোবর মাসে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই শংসাপত্র দেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.