মেট্রোর জমা জলে ভয় ডেঙ্গির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সল্টলেক এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা গত বছরের মতো এ বারেও ডেঙ্গির প্রকোপের আশঙ্কা করছেন। কারণ, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের বিভিন্ন স্টেশন এবং এলিভেটেড ভায়াডাক্টের মধ্যে জমে থাকা জল। অভিযোগ, বহু দিন কাজ বন্ধ থাকায় ওই জল সরাতে ব্যবস্থা নিচ্ছেন না মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি বিধাননগর পুরসভার পক্ষ থেকে জল সরাতে মেট্রো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর সল্টলেক ও সংলগ্ন এলাকায় ব্যাপক হারে ডেঙ্গি ছড়ানোর পরে নড়েচড়ে বসে রাজ্য সরকার। বিধাননগর পুরসভাও তদন্ত করে। জানা যায়, মেট্রো রেলের নির্মাণকাজের বিভিন্ন অংশে জল জমে মশার বংশবৃদ্ধি হচ্ছে। |
নয়া মেট্রোর পথে জমে জল। ডেঙ্গির আশঙ্কা সল্টলেকে। |
অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষ সল্টলেকের মধ্যে ভাঙা রাস্তা মেরামত করলেও জমা জল সরানো নিয়ে তাঁদের কোনও হেলদোল নেই। সম্প্রতি বিধাননগর পুরসভা মেট্রোর অসমাপ্ত কাজ দেখে জমা জল সরানোর নির্দেশ দেয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা জল সরানোর পাশাপাশি স্টেশন তৈরির কাজ শুরু করছেন। কিছু কিছু জায়গায় জমা জল ফেলার জন্য ফুটো করে দেওয়া হয়েছে। মেট্রোর এক কর্তা বলেন, “শেড হয়ে গেলে জল জমবে না প্ল্যাটফর্মে। তার দরপত্র ডাকা হয়েছে।”
|
স্কুলে মেডিক্যাল ক্যাম্প বহরমপুরে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
|
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহায়তায় ‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্প’-এর আয়োজন করে চুঁয়াপুর বিদ্যানিকেতন উচ্চবালিকা বিদ্যালয়। গত ২৪ জুন সকাল ১১ টা থেকে ২টো পর্যন্ত ওই ক্যাম্প চলে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের চিকিৎসক ও নার্স ওই ক্যাম্পে হাজির ছিলেন। প্রধান শিক্ষিকা শিল্পী সেন বলেন, “ছাত্রীরা শরীরে থ্যালাসেমিয়ার জীবাণু বহণ করছে কি না জানতেই ওই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দশম ও দ্বাদশ শ্রেণির প্রায় ২০০ জন ছাত্রীর রক্ত পরীক্ষা হয়েছে।” তার আগে ওই স্কুল কর্তৃপক্ষ ‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্প’ আয়োজনের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করে। ওই আবেদনের ভিত্তিতে ক্যাম্প করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে ওই কলেজ কর্তৃপক্ষ। |