হাওড়া জেলার জগৎবল্লভপুরের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের সিদ্ধেশ্বর বাজার থেকে নস্করপুর পর্যন্ত সাড়ে ৪ কিমি ভাঙাচোরা ইটের রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা হওয়ার কথা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গিয়েছে মাস পাঁচেক আগে। কিন্তু আজও কাজ শুরু হয়নি। এই রাস্তা দিয়েই সাইকেল, সাইকেল ভ্যান, মাধ্যমিক ও কলেজের ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। রাস্তাটির কাজ অবিলম্বে শুরু করার জন্য জেলা পরিষদের সভাধিপতি ও জগৎবল্লভপুরের মাননীয় কার্যনির্বাহী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
বিষ্ণুপদ চক্রবর্তী। জগৎবল্লভপুর।
|
হাওড়া জেলার উদয়নারায়ণপুর হাসপাতালে রোগীর আত্মীয়স্বজনের ব্যবহারের জন্যে যে শৌচাগারটি রয়েছে, তা বর্তমানে ব্যবহারের অনুপযুক্ত। নোংরা আবর্জনা ও বন জঙ্গলে ভর্তি। এর ফলে বহু মানুষের অসুবিধা হচ্ছে। মহিলারা চূড়ান্ত দুর্ভোগে পড়েন। সংক্রমণের আশঙ্কা থাকে। শৌচাগার আবর্জনামুক্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বহু মানুষ উপকৃত হবেন।
নিমাই আদক। উদয়নারায়ণপুর।
|
ভদ্রেশ্বর স্টেশনের পূর্বদিকের স্টেশন রোড থেকে রেলের টিকিট ঘর পর্যন্ত যাওয়ার রাস্তাটির পাশে মোটরবাইক ও সাইকেল গ্যারাজ আছে। গ্যারাজের মালিকেরা রাস্তার দু’পাশে মোটরবাইক, সাইকেল সার দিয়ে রাখেন। ফলে একটি রিকশা গেলেও হাঁটাচলার মতো জায়গা থাকে না। দিনের ব্যস্ত সময়ে ছুটতে ছুটতে টিকিট কেটে ট্রেন ধরতে অনেকেই সমস্যায় পড়েন। যাত্রীদের অসুবিধার কথা ভেবে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
কালীশঙ্কর মিত্র। ভদ্রেশ্বর।
|
হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবেলহাট ১০ নং রোডটি বেহাল অবস্থা। মাঝে মধ্যে খানা খন্দে ভরা। বর্ষায় জল জমে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নেয়। গুরুত্বপূর্ণ রাস্তাটি ক্রমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে। রনের খালের উপর গুরুত্বপূর্ণ সেতুটির দু’ধার দীর্ঘ কয়েক বছর ধরে রেলিংবিহীন অবস্থায় পড়ে আছে। দু’ধারে বৈদ্যুতিক আলো প্রয়োজন। গুরুত্বপূর্ণ ১০ নং রাস্তাটি ও সেতুটি অবিলম্বে মেরামত করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আশিস ভক্ত। রাজাবেলহাট, হুগলি। |