জড়িয়ে দিলেন বাম-কংগ্রেসকেও
লগ্নি সংস্থা মাওবাদীদের টাকা দিচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর
বেআইনি লগ্নি সংস্থাগুলি জনগণের কাছ থেকে টাকা তুলে মাওবাদী ও সিপিএম-কংগ্রেসকে মদত দিচ্ছে বলে জঙ্গলমহলে এসে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পশ্চিম মেদিনীপুরের জামবনির নুনিয়ায় পঞ্চায়েতের প্রচারসভায় মমতা বলেন, “মাওবাদীদের নামে কিছু লোক গুন্ডামি করে লোকের টাকা লুঠ করছে। টাকা কেড়ে নিচ্ছে। কিছু চিট ফান্ড অর্গানাইজেশন তাদের মদত দিচ্ছে। জানি কারা চিট ফান্ডের নামে মাওবাদীদের টাকা দিচ্ছে। সিপিএম-কংগ্রেসকেও টাকা দিচ্ছে।” তাঁর হুঁশিয়ারি, “সব জায়গায় অশান্তি বাধানোর চেষ্টা করছে। এটা মানবো না। আমি সেটুকু সহ্য করব, যেটা করা যায়। সীমারেখা ছাড়িয়ে গেলে করব না, এটা মাথায় রাখতে হবে।”
রাজ্যে লগ্নি সংস্থার বেআইনি কারবারের রমরমা বাম আমলেই হয়েছে বলে এ দিন ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন,“বহু মানুষের টাকা প্রতারণা করা হয়েছে। এটা আমাদের সময় হয়নি। ১৯৮০ থেকে ২০১১-র মে-র মধ্যে ক্ষমতায় ছিল সিপিএম। যারা বড় বড় কথা বলছে, তাদের আমলে বেশি চিট ফান্ড হয়েছে।” মুখ্যমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়ে বলেন, “ভয় পাবেন না, সাধারণ গরিব মানুষের যে টাকা ওরা ঠকিয়েছে, ওই টাকা ফিরিয়ে দেব। মা-ভাই-বোনদের হাতজোড় করে বলছি, আর ওই চিট ফান্ডে টাকা রাখবেন না। লক্ষ লক্ষ ছেলেমেয়ে প্রতারিত হয়েছে। যারা এজেন্টের কাজ করত, তারাও প্রতারিত হয়েছে। সরকার থেকে স্কিম করব, সরকারের কাছে টাকা রাখবেন। টাকা কেউ খেয়ে নিতে পারবে না।” মুখ্যমন্ত্রীর অভিযোগকে কটাক্ষ করে কিছু প্রশ্ন তুলেছে সিপিএম। মহম্মদ সেলিমের কথায়, “উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী। তদন্ত করে যদি জেনে থাকেন কারা এ সব করছে, তাদের নাম-ধাম জানাচ্ছেন না কেন? আসলে কী ভাবে এ সব করা যায়, তা উনি ভালই জানেন! জঙ্গলমহলে মাওবাদীরা আগে ওঁদের বন্ধু ছিল। আবার সারদা গোষ্ঠীর মতো চিট ফান্ডের দেওয়া অ্যাম্বুল্যান্স জঙ্গলমহলেই বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী! ওই সংস্থাকে সাহায্য করার জন্য সরকারকেও কাজে লাগানো হয়েছে।” সিপিএমের আরও কটাক্ষ, তৃণমূল নেত্রী অতীতে বিজেপি এবং কংগ্রেস, দফায় দফায় দু’দলের সঙ্গেই জোট বেঁধেছেন। মাওবাদীদের সঙ্গে কখনও সরাসরি, কখনও তলে তলে সমঝোতা করেছেন। এখন সে সব শক্তিকে ষড়যন্ত্রে সামিল বলে দেখিয়ে পঞ্চায়েতে ফায়দা তুলতে চাইছেন! রানি রাসমণি অ্যাভেনিউতে কলকাতা ফ্রন্টের সভায় সিপিআইয়ের প্রবীর দেব, আরএসপি-র দীপ্তভানু মিত্রদের অভিযোগ, সারদা-কাণ্ড ধামাচাপা দিতে চাইছে তৃণমূল সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও বলেন, কংগ্রেস নয়, লগ্নি সংস্থার থেকে টাকা নিয়েছেন তৃণমূলের উপরতলা থেকে নিচুতলার নেতারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.