আরবিআই বন্ধ ১ জুলাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বার্ষিক হিসাব রক্ষার কাজে ১ জুলাই সোমবার সাধারণ মানুষের জন্য কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ওই দিন সাধারণ মানুষ শাখাটিতে কোনও লেনদেন করতে পারবেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। |
ব্যাঙ্ক খোলার জন্য লাইসেন্স পেতে আরবিআইয়ের কাছে আবেদন জানাবে ম্যাগমা ফিনকর্প। এই এনবিএফসি-র পরিচালন পর্ষদের সভায় বিষয়টি সায় পেয়েছে। নীতিগত অনুমোদন পাওয়ার পর থেকে ১৮ মাসের মধ্যে কাজ শুরু করার যে-সময়সীমা আরবিআই বেঁধে দিয়েছে, তা যথেষ্ট বলেও মনে করছে সংস্থা। ব্যাঙ্ক চালু হলে সংস্থার বর্তমান গ্রাহকরা লাভবান হবেন বলে তাদের দাবি। |
দেশের বাজারে প্রথম বাসেল থ্রি নির্দেশিকা মেনে বন্ড আনল ইউনাইটেড ব্যাঙ্ক। বাজার থেকে ৫০০ কোটি টাকা মূলধন তোলার লক্ষ্যে এই বন্ড মঙ্গলবার ছাড়া হলে তার পুরোটাই কিনে নেয় জীবনবিমা নিগম। এ জন্য নিগম ৮.৭৫ শতাংশ হারে সুদ দেবে। |
চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে যাত্রী পরিবহণ খাতে আয় বাড়াল পূর্ব রেলওয়ে। এপ্রিল ও মে মাসে এই বাবদ তাদের আয় হয়েছে ৩২০.৬৭ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৯.২৩% বেশি। নজরদারি ও টিকিট পরীক্ষা খাতে আয় ৬.২২% বেড়ে হয়েছে ৭.১৭ কোটি। |
বাজারে নতুন হার্ড ডিস্ক ড্রাইভ আনল সিগেট। মাত্র ৫ মিলিমিটার পাতলা এবং ২.৫ ইঞ্চি লম্বা এই ড্রাইভটিতে রাখা যাবে ৫০০ জিবি পর্যন্ত তথ্য। ল্যাপটপ বা পাতলা নেটবুকে এগুলি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থা। দাম ৮৯ ডলার (৫,৩৪০ টাকা)। |
উল্টোডাঙ্গায় নতুন শাখা খুলল কেয়া শেঠের মেডি স্পা। অ্যারোমা থেরাপির মাধ্যমে স্পা-এর সঙ্গে রোগ নিরাময়ের জন্য থাকছে আয়ুর্বেদিক চিকিৎসার সুযোগ। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা রণবীর সিংহ ও সোনাক্ষি সিংহ। |
বাংলায় থ্রি-ডি অনলাইন ভিডিও গেম ‘আর্যভট্টের ডায়েরি’ আনল মার্কেনটাইল ডেটা ম্যানেজার। সংস্থার দাবি, তাদের ওয়েবসাইটে গিয়ে গেমটি খেলতে সমাধান করতে হবে অঙ্কের বিভিন্ন সমস্যার। ফলে বাচ্চারা অঙ্কের পদ্ধতি শিখতে পারবে, খেলার মজাও পাবে। |