ভাঙছে নদী পাড়, বিপাকে গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
ভাঙনে গ্রামের বেশ কিছু অংশ নদীর গর্ভে চলে গিয়েছে। নদী পাড় বোল্ডার দিয়ে বাঁধানোর কাজও থমকে গিয়েছে। যেটুকু হয়েছিল সেটুকুও জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। পাথর দিয়ে নদী পাড় ফের বাঁধানোর দাবিতে সম্প্রতি সেচ দফতর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানান মুরারই থানার উত্তর রামচন্দ্রপুরের বাসিন্দাদের একাংশ। গ্রামবাসী দশরথ রবিদাস, নাসিরুদ্দিন মণ্ডল, দুর্যোধন রবিদাস, পিন্টু খানরা বলেন, “সরকারি তথ্য অনুযায়ী উত্তর রামচন্দ্রপুর জেলার একটি পিছিয়ে পড়া গ্রাম। গ্রামকে পাগলা নদী এমন ভাবে ঘিরে রেখেছে যে, গ্রামবাসীরা একটি দ্বীপের মতো জায়গায় বসবাস করছেন। গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য নদীর উপরে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। তবে সেতুর দাবির চেয়ে গ্রাম বাঁচাতে এবং নদীর ভাঙন ঠেকাতে নদীর ৩০০ মিটার অংশ পাথর দিয়ে বাঁধানো বেশি জরুরি। তাই সেচ দফতর থেকে জেলাশাসক, মহকুমাশাসক সকলের কাছে পাড় বাঁধানোর দাবি জানিয়ে এসেছি। বর্ষা এখনও ভাল ভাবে শুরু হয়নি। তার আগেই নদী পাড় বাঁধানোর কাজ শেষ করলে ভাল হয়।” সেচ দফতরের নলহাটি বিভাগের সহকারী বাস্তুকার সুকান্ত দাস বলেন, “উত্তর রামচন্দ্রপুর গ্রামের নদী পাড় বাঁধানো খুবই জরুরি। সে জন্য কাজটি যাতে যত দ্রুত শেষ করা যায়, সে জন্য মহাত্মা গাঁধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে কাজটি করা যায় চেষ্টা চালানো হচ্ছে। একটি প্রকল্প ব্যয় জেলা প্রকল্প আধিকারিকের কাছে পাঠানো হবে।” |
ট্রান্সফর্মার বদলের দাবি
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এলাকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ট্রান্সফর্মারটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পেড়ে রয়েছে। মাঝে মধ্যে সেখান থেকে তেল পড়ে। যে কোনও সময় ট্রান্সফর্মারে আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ট্রান্সফর্মারটি বদলের জন্য দীর্ঘদিন ধরে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে আসছেন নলহাটি থানার নিধিয়া গ্রামের বাসিন্দারা। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির নলহাটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার সুপ্রিয় দে বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে খবর পেলেই মাঝে মাঝে গিয়ে ট্রান্সফর্মার মেরামত করা হয়। তবে ট্রান্সফর্মার বদলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।” রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “ট্রান্সফর্মার থেকে তেল পড়লে তা বেশি দিন কাজ করে না। এ ক্ষেত্রে কী হয়েছে খোঁজ না নিয়ে বলতে পারব না।” |
দুর্ঘটনায় জখম, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
স্কুল ভ্যান-রিকশার সঙ্গে একটি বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক ও একটি শিশু জখম হয়েছে। বুধবার সকালে বোলপুর-শ্রীনিকেতন রাস্তায়, বাঁধগোড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক চিকিৎসার পরে শিশুটিকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম ভ্যান চালক বর্ধমান মেডিক্যালে ভর্তি। ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে ঘণ্টাখানেক পথ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটিকে আটক করলেও তার চালক ও খালাসিকে এখনও ধরতে পারেনি। |
অস্ত্র উদ্ধার, ধৃতের জেল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সোমবার রাতে দুবরাজপুর থানা এলাকার কোটা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ আসামীর আলি’র বাড়ি ইলামবাজার থানার রংপুরে। একটি পাইপগান ও ১৫টি বোমা উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। |
পড়শি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও তাঁর পরিজনদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কোটশিলা থানার মাতকুমা গ্রামের ঘটনা। মৃতার নাম দিপালী কুমার (৩৫)। তাঁর ভাই জয়দেব কুমারের অভিযোগ, জামাইবাবু বুদ্ধেশ্বর কুমারের সঙ্গে পড়শি এক মহিলার সম্পর্ক ছিল। সে কারণেই দিদিকে শ্বাসরোধ করে খুন করেছে জামাইবাবুরা। |