হামিদ কারজাইয়ের প্রাসাদে জঙ্গি হানা
সংবাদসংস্থা • কাবুল |
নাঙ্গা পর্বতের বেস ক্যাম্পে বিদেশি অভিযাত্রীদের উপর হামলার পরে তালিবানের নিশানায় এ বার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদ। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ছ’টা নাগাদ তখন প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে সাংবাদিকদের ভিড়। কারণ, কিছু ক্ষণ পরই সাংবাদিক বৈঠক করার কথা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের। তখনই একটি গাড়ি প্রাসাদের ভিতর ঢোকার চেষ্টা করে। কাগজপত্র দেখার জন্য সেটিকে আটকান নিরাপত্তা রক্ষীরা। কাগজপত্র দেখে সন্দেহ হয় তাঁদের। সে জন্য গাড়িটিকে প্রাসাদের ভিতর ঢুকতে বাধা দেন তাঁরা। তখনই বন্দুক হাতে নেমে আসে তিন-চার জন। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ। ধোঁয়ার মধ্য থেকেই জঙ্গিরা চালাতে থাকে গুলি। ছোড়ে গ্রেনেডও। পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। প্রায় ৯০ মিনিট গুলিযুদ্ধের পর শান্ত হয় পরিস্থিতি। সেনা সূত্রের খবর, যারা হামলা চালায় তারা নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা গিয়েছে। আহত এক রক্ষী। কাবুলের সংবাদমাধ্যমগুলির কাছে এই হামলার দায় স্বীকার করেছে তালিবান। তাদের এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে ই-মেল করে দাবি করেছে, প্রেসিডেন্টের প্রাসাদের পাশাপাশি ওই এলাকায় সিআইএ অফিস ও প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও হামলা চালিয়েছে কয়েক জন তালিবানি আত্মঘাতী জঙ্গি। এর জেরে অনেকের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই মেলটিতে। তবে সেনার তরফে জানানো হয়েছে, এই দাবি ভ্রান্ত। এই ঘটনায় নিরাপত্তা রক্ষী বা সাধারণ মানুষ কেউই মারা যাননি।
|
ম্যান্ডেলা আশঙ্কাজনকই
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম আফ্রিকা সফর, নেলসন ম্যান্ডেলার অসুস্থতার কারণে স্থগিত থাকতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গিয়েছে। বুধবার সেনেগাল যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। চলতি সপ্তাহটি দক্ষিণ আফ্রিকায় কাটিয়ে তানজানিয়া যাওয়ার কথা তাঁর। কিন্তু সবই নির্ভর করছে ম্যান্ডেলার শারীরিক অবস্থার উপর। সে রকম অসুবিধাজনক পরিস্থিতি হলে বাতিলও হতে পারে সফর। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার প্রশাসন সূত্রের খবর, ম্যান্ডেলার অবস্থা এখনও আশঙ্কাজনকই।
|
মুশারফকে চার্জশিট
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফকে চার্জশিট দিল পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২ জুলাই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী আদালত।
|
পা ভাঙল মন্ত্রীর
সংবাদসংস্থা • লন্ডন |
নাচতে গিয়ে পা ভাঙলেন ব্রিটেনের অভিবাসন মন্ত্রী মার্ক বার্পার। মধ্য লন্ডনের এক বারে নাচতে নাচতে হঠাৎই টেবিল থেকে উল্টে গিয়ে এমন বিপত্তি ঘটান তিনি। |