গর্ভপাত করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঁচল উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ চাঁচল থানার চাঁচল হাসপাতাল মোড়ে একটি হাতুড়ে চিকিৎসকের ক্লিনিকে ঘটনাটি ঘটে। মৃত প্রসূতির নাম রেখা ঘোষ (৪০)। পুলিশ হাতুড়ে চিকিৎসক বাপ্পা দাসকে গ্রেফতার করেছে। ঘটনা জানাজানি হতে মৃত প্রসূতির পরিবার ও আত্মীয়স্বজনরা হাতুড়ের ক্লিনিকটি ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে হাতুড়েকে ধরেছে পুলিশ।” মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিধান মিশ্র বলেন, “হাসপাতালের আশপাশে হাতুড়েদের রমরমা। কিন্তু পুলিশ কিছুই করছে না। হাতুড়েদের দালালরা হাসপাতাল থেকে গ্রামের রোগীদের ধরে নিয়ে যাচ্ছে। হাতুড়েদের হাতে বহু রোগী প্রতারিত হচ্ছে। তার পরেও হাতুড়েদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। ২-১ দিনের মধ্যে অভিযান চালিয়ে সমস্ত বেআইনি ক্লিনিকের বন্ধ করা হবে।”
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের সাগরটোলর বাবলু ঘোষের স্ত্রী রেখা ঘোষ চার মাসের গর্ভবতী ছিলেন। রেখাদেবী চার সন্তানের মা। সেই কারণে পঞ্চম সন্তান না নেওয়ার জন্য রেখাদেবী শুক্রবার চাঁচল মহকুমা হাসাপাতলে গর্ভপাত করানোর জন্য যান। পুলিশ জানিয়েছে, হাসপাতালে গর্ভপাত করাতে গিয়ে এক দালালের হাতে খপ্পরে পড়েছিলেন রেখাদেবী। এক হাতুড়ের দালাল রেখাদেবীকে হাসপাতালের গেট থেকে বের করে হাসপাতাল লাগোয়া একটি ক্লিনিকে নিয়ে যান। হাতুড়ের কথা মতো সেই ক্লিনিকেই আজকে তাঁকে গর্ভপাত করাতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রেখাদেবীর মৃত্যু হয় বলে অভিযোগ।
মৃতার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। মৃতার দেওর হৃদয় ঘোষ এ দিন বলেন, “সোমবার ওই হাতুড়ে বৌদিকে দেখে বলে আজ গর্ভপাত করা যাবে না। একটা ইনজেকশন দিচ্ছি। কাল গর্ভপাত করানো হবে। বাড়ি নিয়ে যান। ইঞ্জেকশন দেওয়ার পরে বাড়িতে বৌদিকে আনার পরে রক্তপাত শুরু হয়। মঙ্গলবার সকালে হাতুড়ের কাছে আমি বৌদিকে নিয়ে গিয়েছিলাম। সেখানে হাতুড়ে গর্ভপাত করানোর কিছুক্ষণের মধ্যে চেম্বারের ভিতরেই বৌদি মারা যায়। প্রায় দুই ঘন্টা পর খোঁজ নিতে ওই হাতুড়ে উল্টে আমাদের উপর চোটপাট করে বলেন, রোগিণীকে আপনারাই মেরে নিয়ে এসেছেন।” এই দিকে হাতুড়ের চেম্বারের ভিতরে প্রসূতির মৃত্যুর ঘটনা জানাজানি হতে আশপাশের বাসিন্দারা ওই হাতুড়ের চেম্বারের বাইরে জড়ো হতে থাকেন। এর কিছুক্ষণ পরে এই এলাকার উত্তেজিত বাসিন্দারা হাতুড়ের চেম্বার ভাঙচুর শুরু করে দেন। |