বাম-দম্পতিকে হুমকি, নালিশ তৃণমূলের নামে
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
সিপিএম সমর্থক এক দম্পতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। গত রবিবার রাতে ধূপগুড়ির ঝাড়আলতা ২ পঞ্চায়েতের গারকুট্টায় ঘটনাটি ঘটেছে। সোমবার চার সমর্থকের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। সেদিনই এলাকার ৩ সিপিএম কর্মীর বিরুদ্ধেও তৃণমূলের পতাকা ছেঁড়া ও গালিগালাজ করার পাল্টা অভিযোগও দায়ের হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ৭ জনের নামে মামলা দায়ের করা হয়। তদন্ত চলছে।” সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিপিএমকে সমর্থন করে আসা বাসিন্দা উমেশ শীল ও তাঁর স্ত্রী জয়ন্তীদেবীকে হুমকি দেওয়া হয়েছে। জয়ন্তী দেবীর নালিশ, অনুমতি না নিয়ে তাঁদের বাড়িতে তৃণমূলের নেতা কর্মীরা জড়ো হয়ে প্রচার-সভার আয়োজন করেন। বাধা দেওয়ায়, গালিগালাজ ও পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতা ধীরেন্দ্র নাথ রায়ের অভিযোগ, “পরিবারের সম্মতি নিয়ে সভা ডাকা হয়। সিপিএম-এর লোক প্ররোচিত করে আমাদের সভা করতে বাধা দেয়। আগে থেকে জড়ো হয়ে থাকা সিপিএমের লোক আমাদের পতাকা ছিঁড়ে ফেলে ও পাল্টা হুমকি দেয়।” ধীরেন্দ্রনাথবাবু তিন সিপিএম সমর্থকের বিরুদ্ধে অভিযোগ করেন। ঝাড়আলতা ২ পঞ্চায়েতের সিপিএম নেতা প্রহ্লাদ রায় বলেন, “অভিযোগ ভিত্তিহীন। উল্টে ওরাই হুমকি দিচ্ছে।”
|
দার্জিলিঙে দফতর খুলবে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শৈলশহর দার্জিলিঙে দলীয় দফতর খুলতে চলছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, সব ঠিক থাকলে এক মাসের মধ্যে পাহাড়ে প্রথম জেলা কমিটির একটি কার্যালয় খোলা হবে। মঙ্গলবার তৃণমূলের পাহাড়ের নেতারা দার্জিলিং শহরের চকবাজার, জজবাজার এবং কাকঝোরা এলাকায় তিনটি ভবন ঘুরে দেখেছেন। জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবে’র সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাহাড়ের নেতারা। গৌতমবাবু বলেন, “পাহাড়ের বিভিন্ন এলাকায় দলীয় দফতর খুলব, দলীয় স্তরে এই সিদ্ধান্ত হয়েছে। দার্জিলিঙে প্রথম কার্যালয়টি দ্রুত খোলা হবে। পাহাড় তথা জেলার নেতারা বিষয়টি দেখছেন।” তৃণমূল সূত্রের খবর, ২০১২ সালের জিটিএ নির্বাচনের ৪৫টি আসনের মধ্যে ১৭ আসনে প্রার্থী বাছাই করে তৃণমূল। মোর্চার সঙ্গে ‘সংঘাতে’র রাস্তা না হেঁটে সেই সময় প্রার্থীদের থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। ওই ঘটনার পর পাহাড়ের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও জেলা নেতৃত্ব তা প্রশমিত করেন। বিরোধে না জড়িয়ে ধীরে ধীরে সংগঠন বিস্তারের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় দফতর খোলা হবে বলে ঠিক হয়।
|
গাড়ি পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গাড়ি পাচারকারী সন্দেহে গ্রেফতার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সেরিং ভুটিয়া নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তাঁর হেফাজত থেকে একটি গাড়িও উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। |